দশ বছর পর- ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

Home Page » সাহিত্য » দশ বছর পর- ঋত্বিক বন্দ্যোপাধ্যায়
শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯



 দশ বছর পর- ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

সেদিন ঘর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এক চা এর দোকানে বসে একটু জিরিয়ে নেব ভাবছিলাম।
চা এ চুমুক দিয়ে মুখটা বিস্বাদ , হয়তো কাল রাতের পরে থাকা অবশিষ্ট
তবুও গলাটা একটু ভিজল, একটু বিশ্রাম নি, আবার পথ চলা শুরু হাটতে হাটতে বড়  ক্লান্ত
এ পথ শেষ আর হয়ে না, খোঁজার ও শেষ নেই।
সামনেই দেখি এক ছোট্ট শিশুর হাত ধরে চলেছ তুমি……..
কত দিন পর দেখলাম তোমায়, ভুল করে ফেলছি না তো ?
হয়তো তুমি নাও, তুমি এই দশ বছর পর কি ভাবে সেই রকম ই থাকবে ।
না….না আমার ভুল হচ্ছে, আমি এই দশ বছরে কত বুড়ো হয়ে গেছি।
এখন রাস্তায় … বাস এ ….. মেট্রো তে আমায় “দাদু” বলে সাম্মধন করে…..
বেশ লাগে।
কিন্তু তুমি ?
না ….. না আমারই ভুল হচ্ছে
তুমি সেই দশ বছর আগে ফিরে যেতে পারো না।
একটু একটু করে মনে পড়ে যায় ওই দিন গুলোর কথা।
চোখ বুজে স্মৃতির মন্থনে ….. আবেশে চোখ দুটো বুজে আসে।
আমি ফিরে যাই……
ওই…… সুন্দরবন……মালঞ্চ…….অনন্যা……বাংলাদেশ …..ড্রইং রুমে ….. বেডরুম এ….
কত কথা, কত প্রতিশ্রুতি, কত আদর্শ, কত ভাবনা সব ভিড় করে আসে অবরে সবরে…
কোথায় হারিয়ে গেছিল ওই দশ বছর আগে।
ফেলে গেছিলে আমায় ওই খানে, যেখানে আমি রোজ অপেক্ষা করতাম
ভাবতাম আজ আসবে তুমি ….বেলা গড়িয়ে যেত…পাখিরা নিরাপদ আশ্রয়ে র খোঁজে …
আজও এলে না….কাল ও নয়….পরশু নয়…….দশ বছর কেটে গেছে
অবিরাম এই খোঁজ…..
খুঁজে পাই নি আমি খোঁজার শেষ।
আজ তুমি এক অন্য রূপে, অন্য সম্পকে  চলেছ আত্মজ কে সঙ্গী করে।
তোমায় চিনতে পেরেও আজ চিনি নি।
শুধু পিছন থেকে দু হাত তুলে প্রার্থনা করেছি , মনে মনে বলেছি
“ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।“
তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকা এই জীর্ণ শীর্ণ বুড়ো টাকে হয়তো চিনতেই পারোনি।

ঋত্বিক বন্দ্যোপাধ্যায়

লেখক ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক। বর্তমানে কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক বিষয়ের ভারপ্রাপ্ত আধিকারিক।

বাংলাদেশ সময়: ২৩:৪২:০৯   ৭১৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ