খোকন রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

Home Page » জাতীয় » খোকন রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
রবিবার, ২৩ জুন ২০১৩



khokon-rajakar-300x202.pngবঙ্গ- নিউজ ডটকমঃ  একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন প্রসিকউশন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।রোববার দুপুরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়ে এ আবেদন করা হয়। দুপুর ২টা ১০ মিনিটে ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদলের নেতৃত্ব প্রসিকিউশন এ অভিযোগ জমা দেয়।

খোকন রাজাকারের বিরুদ্ধে প্রসিকউশন ১০টি অভিযোগে এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে বলেও তিনি জানান।

এর আগে গত ২৯ মে তার বিরুদ্ধে ১৩টি অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্ত শেষ করে তদন্ত সংস্থা চিফ প্রসিকউটর বরাবর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

অভিযোগে বলা হয়েছে, ১৯৭১ সালের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত পাকিস্তানি সেনাদের সহায়তায় জাহিদ হোসেন নগরকান্দায় নির্যাতন, হত্যা, ধর্ষণ, গণহত্যা, জোরপূর্বক ধর্মান্তরিত করাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে।

খোকন ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করলেও পরবর্তী সময়ে বিএনপি রাজনীতির সাথে জড়িত হন। সর্বশেষ ২০১১ সালের পৌর নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হন তিনি। জাহিদ হোসেন খোকন পলাতক রয়েছেন।

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয় ২০১০ সালের ২৫ মার্চ। ট্রাইব্যুনাল এ পর্যন্ত যে কয়জনকে সাজা দিয়েছে তাদের সবাই বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতা।

এদের মধ্যে দুই শীর্ষনেতাকে মৃত্যুদণ্ড, এক শীর্ষনেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জামায়াতের সাবেক এক নেতাকেও মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, তবে তিনি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৭   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ