‘প্রস্তুত থাকুন, আপনাকে জেলে যেতে হবে’ প্রধানমন্ত্রীকে রফিকুল

Home Page » জাতীয় » ‘প্রস্তুত থাকুন, আপনাকে জেলে যেতে হবে’ প্রধানমন্ত্রীকে রফিকুল
রবিবার, ২৩ জুন ২০১৩



rofiq-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  জেলে যাওয়ার কথা বলে খালেদা জিয়াকে ভয় দেখাবেন না জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আপনাকে বলবো, প্রস্তুত থাকুন আপনাকে জেলে যেতে হবে, আপনার বিচার হবে।রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রফিকুল বলেন, খালেদা জিয়া জেলে যাবে কেন? প্রধানমন্ত্রী জেলে যাবেন। কারণ তিনি পদ্মা সেতু, হলমার্ক, শেয়ার বাজার দুর্নীতির সঙ্গে জড়িত। এর জন্য তার বিচার হবে।

প্রসঙ্গত, ‘তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রধানমন্ত্রী ও খালেদা জিয়াকে জেলে যেতে হবে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সংলাপের মাধ্যমে নয় বরং জনগণের ইচ্ছায় রাজপথে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

‘এবার তত্ত্বাবধায়ক সরকার এলে কিয়ামত পর্যন্ত নির্বাচন হবে না’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে রফিকুল বলেন, কিয়ামত পর্যন্ত নির্বাচন হবে না এই কথা আপনি কোথায় পেলেন?

‘চার সিটি করপোরেশন নির্বাচনে জনগণ বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ম্যান্ডেট দিয়েছে’ এমন দাবি করে তিনি বলেন, সুতরাং আগামী জাতীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।

চার সিটির মতো গাজীপুরেও জনগণ বিএনপিকে ভোট দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৮   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ