বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ।
নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪১ জন জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান।
নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। নোয়াখালীর ছয়টি আসনে জয়ী ছয়জন ছাড়া এবং নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী বরকত উল্যাহ বুলু ব্যতিত সব প্রার্থী জামানত হারিয়েছেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন- নোয়াখালী-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাছের ওহায়েদ ফারুক পেয়েছেন ৯১২ ভোট, বিএনপির ধানের শীষের প্রার্থী এএম মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ১৪ হাজার ৮৬২, স্বতন্ত্র আপেল প্রতীকে বোরহান উদ্দিন পেয়েছেন ১১০ ভোট, বিকল্প ধারা বাংলাদেশ কুলা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৩৫০ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিশের বটগাছ প্রতীকের প্রার্থী মো. জিয়াউল হক পেয়েছেন ৩২৬ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মো. শাহ আলম পেয়েছেন ৯৫৮ ভোট।
নোয়াখালী-২ আসনে প্রগতিশীল গণতান্ত্রিক দলের বাঘ প্রতীকের প্রার্থী আবদুল্যাহ আল মামুন পেয়েছেন ১ হাজার ১১২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৩ হাজার ১২২ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকে জয়নুল আবদিন ফারুক পেয়েছেন ২৬ হাজার ১৬৯ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মমিন উল্যাহ পেয়েছেন ৪২৫ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম পেয়েছেন ৩০৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকের প্রার্থী হাছিবুল হাছান পেয়েছেন ২৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী হাসান মঞ্জুর পেয়েছেন ৪০১৩ ভোট।
নোয়াখালী-৩ আসনে জাতীয় পার্টি লাঙল প্রতীকে ফজলে এলাহী সোহাগ মিঞা পেয়েছেন ৪৭৯ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে মজিবুল হক মজিব পেয়েছেন ১৩২ ভোট, গণতন্ত্রী পার্টি কবুতর প্রতীকে মানিক লাল দাস পেয়েছেন ২৪৬ ভোট, জাকের পার্টি গোলাপ ফুল প্রতীকে মোহাম্মদ বাহা উদ্দিন পেয়েছেন ৪৪২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোহাম্মদ নুর উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৩৬০ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে মো. ওমর ফারুক মিয়া পেয়েছেন ৩৭০ ভোট।
নোয়াখালী-৪ আসনে খেলাফত মজিলস দেয়াল ঘড়ি প্রতীকে আবদুল আলী পেয়েছেন ৪৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে আবদুল হান্নান পেয়েছেন ৪৯৩৪ ভোট, বাংলাদেশ থেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে ফরিদ মিয়া পেযেছেন ১৯৩৪ ভোট, জাতীয় পার্টি লাঙল প্রতীকে মোবারক হোসেন পেয়েছেন ১৫৭৫ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে মো. মহি উদ্দিন চৌধুরী পেয়েছেন ৫২৫ ভোট, বিএনপি ধানের শীষ প্রতীকে মো. শাহজাহান পেয়েছেন ২৩ হাজার ২৫৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে সামসুন নাহার পেয়েছেন ২২৩ ভোট।
নোয়াখালী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে আবু নাছের পেয়েছেন ২৪৩১ ভোট স্বতন্ত্র আপেল প্রতীকে গাজী মো. জুলফিকার হায়দার পেয়েছেন ১ হাজার ৬৩০ ভোট, বিএনপি ধানের শীষ প্রতীকে মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে মতাজ বেগম পেয়েছেন ২১৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে মোহাম্মদ সামছুদ্দোহা পেয়েছেন ৪৬১ ভোট, জাতীয় পার্টি লাঙল প্রতীকে মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯৪২ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মই প্রতীকে সিরাজ উল্যাহ পেয়েছেন ৪১৪ ভোট।
নোয়াখালী-৬ স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকে আবু সাঈদ মোহাম্মদ নোমান পেয়েছেন ২৩১ ভোট, জাতীয় পার্টি লাঙল প্রতীকে নাছিম উদ্দিন মো. বায়েজীদ ৬৫৩ ভোট, স্বতন্ত্র নোঙর প্রতীকে মোহাম্মদ আলী পেয়েছেন ১ হাজার ২১৫ ভোট, বিএনপি ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফজুলল আজিম ৪ হাজার ৭১৫ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে মোহাম্মদ মোজাম্মেল হক পেয়েছেন ২১৪ ভোট, স্বতন্ত্র আপেল প্রতীকে কেফায়েত উল্যাহ পেয়েছেন ২৫০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতাপাখা প্রতীকে সফি উল্যাহ আল মুস্তফা পেয়েছেন ১ হাজার ০৬২ ভোট।
বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪৮ ৪৫৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম