নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না, বড় ক্ষতি হয়ে গেল: ফখরুল

Home Page » জাতীয় » নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না, বড় ক্ষতি হয়ে গেল: ফখরুল
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: ঠাকুরগাঁও-১ আসনের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এভাবে নির্বাচন করে জাতিকে দীর্ঘদিনের জন্য সমস্যায় ফেলবে। এতে নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আর আস্থা থাকবে না। প্রশাসনের ওপর মানুষের আর আস্থা থাকবে না। এটা দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, এই আসনে ১০০ কেন্দ্র দখল করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচনের নামে যে তামাশা করছে, ইতোমধ্যে তা প্রমাণ হয়ে গেছে। ঠাকুরগাঁও-১ আসনে আমি যখন ভোটকেন্দ্রে যাই তখন থেকে শুরু করে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছিল। তার পরেই তারা যখন দেখেছে ভোটাররা এভাবে ভোট দিতে আসে, ভোটটা হয়ে যায় তাহলে তাদের পরাজয় রোধ করতে পারবে না। তখনই তারা তাদের বাহিনী সেই সঙ্গে সরাসরি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন মাঠে নেমে গিয়ে ভোটারদের বের করে দিয়ে মারধর করে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের পক্ষে সিল মারতে শুরু করে বলেন বিএনপির এই নেতা।

বিএনপির মহাসচিব বলেন, ‘সারা দেশ থেকে যে খবর পেয়েছি তা প্রায় একই রকম। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার আমি নিজে ব্যক্তিগতভাবে বারবার প্রশাসনের কাছে গেছি। রিটার্নিং অফিসারের কাছে গেছি। আমি তাদের বলেছি আপনারা ব্যবস্থা নেন। তারা তা সহজে নেন নি। নিলেও দেরি করে নিয়েছেন।’

তিনি বলেন, ‘একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। আমরা যেহেতু নির্বাচনে আছি, পরে আমরা সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৬   ৪১৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ