ভোট গ্রহণ শেষ, সবাই অপেক্ষায় রয়েছে ফলাফলের, পিছিয়ে নেই তারকারাও

Home Page » প্রথমপাতা » ভোট গ্রহণ শেষ, সবাই অপেক্ষায় রয়েছে ফলাফলের, পিছিয়ে নেই তারকারাও
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮



 

 

ফাইল ছবি

বঙ্গ-নিউজ:  আজ রবিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া। বিকাল ৪টার সময় দেশের সব জায়গায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এখন চলছে ভোট গণনার কাজ। গণনা শেষেই জানা যাবে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী কে হয়েছেন।

এদিকে ভোট গ্রহণ শেষে সবাই অপেক্ষায় রয়েছে ফলাফলের। পিছিয়ে নেই তারকারাও। ভোট দেওয়া শেষে প্রত্যেকেই অপেক্ষা করছেন ফলাফলের।

এ ব্যাপারে  কিছু তারকাদের ভোট প্রদান শেষে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হল-

শাকিব খান: ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান ঢাকা-১৭ আসনের ভোটার। আজ রাজধানীর গুলশান-২ এ অবস্থিত মডেল স্কুলে ভোট দেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন তার মা রেজিয়া বেগম। তিনিও একই কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়া শেষে শাকিব খান বলেন, খুব সুন্দর পরিবেশ ছিলো ভোট কেন্দ্রে। ভেবেছিলাম হয়তো লোক কম থাকবে। কিন্তু প্রচুর ভোটার ছিল। বিশেষ করে নারী ভোটার ছিলো চোখে পড়ার মত। ভোটকেন্দ্রে গিয়ে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, আড্ডা হল।

তিনি আরও বলেন, আমি ও মা আমরা দেশ ও দেশের মানুষের উন্নয়নের প্রত্যাশায় ভোট দিয়েছি। আশা করছি নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নেও মনোনিবেশ করবেন।

নিরব: নিরব দক্ষিণ কাফরুলের বাসিন্দা এবং ঢাকা-১৫ আসনের ভোটার। আজ দুপুরের পর উত্তর কাফরুল ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, আলহামদুল্লিলাহ! খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিলাম।

বাঁধন: অভিনেত্রী বাঁধন ঢাকা-১৬ আসনের ভোটার। মিরপুর এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে যান আজ দুপুরে। তিনি বলেন, খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে আসলাম। আমার কাছে অসংগতিপূর্ণ কিছুই মনে হয় নি। আমি আমার মা-বাবার সাথে ভোট দিতে গিয়েছি। সবকিছুই খুব স্বাভাবিক ছিলো। এদিকে আজকে আমার কাছে ঈদ ঈদ একটা ব্যাপার মনে হচ্ছে। সবদিকে উৎসবের একটা আমেজ রয়েছে। এখন বাসার সবাই মিলে টিভির দিকে তাকিয়ে আছি ফলাফলের অপেক্ষায়। দেখি কি হয়!

কর্ণিয়া: ঢাকা-১২ আসনের ভোটার কণ্ঠশিল্পী কর্ণিয়া আজ সকালেই সিভিল এভিয়েশন ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, খুবই ভালো অভিজ্ঞতা। আজ সকালে রাস্তাঘাট খুব ফাঁকা ছিলো। রিক্সায় করে ভোটকেন্দ্রে গিয়েছিলাম, সুষ্ঠুভাবে ভোট দিয়ে এসেছি। সেখানকার পরিবেশ বেশ ভালো ছিলো, খুবই শান্তিপূর্ণ। আজকের দিনটা আমার কাছে অনেকটা ঈদ ঈদ মনে হচ্ছিল।

তানহা তাসনিয়া: তানহা ঢাকা-১৬ আসনের ভোটার। আজ সকালেই মিরপুর-১১ এর শেখ কামাল স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দিতে যান। সেখানে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ভোট দেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রের পরিবেশ অনেক ভালো ছিলো। কোন ঝামেলা হয় নি ভোট দিতে। সবাই বেশ আনন্দ উৎসব করেই ভোট দিতে আসছেন। পরিবেশ নিয়ে আতংক থাকলেও সকাল বেলায় আমাদের কেন্দ্রে গিয়ে সবার ধারণা পালটে গেছে। একটা সুন্দর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি। রাজনীতিবিদ ও পুলিশদের ধন্যবাদ সবাইকে ভোট দেয়ার সুযোগ করে দেয়ার জন্য।

তানহা আরও বলেন, প্রথমবারের মত ভোট দিলাম। এবারের নির্বাচনে ভোট দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলাম আমি। ভোট দেওয়ার পর নিজেকে এখন দেশের দায়িত্বশীল নাগরিক মনে হচ্ছে। অনেক ভালো লাগছে ভোট দিতে পেরে। আমি দেশে কোন অরাজকতা চাই না। যেহেতু আমি সিনেমার মানুষ তাই আমি চাইবো যে সরকারই আসুক তিনি যেন আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩১   ৪১৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ