পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দীর্ঘ আড়াই ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে

Home Page » প্রথমপাতা » পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দীর্ঘ আড়াই ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮



 

জামান টাওয়ার। ছবি: সংগৃহীত

বঙ্গ-নিউজ:  রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন দীর্ঘ আড়াই ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা দুইটার পরে জামান টাওয়ারের ৮ম তলায় ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের ফ্লোরে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণে আটকে পড়া ব্যক্তিদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তবে, এ ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ভবনটির আট তলায় আগুন লাগলেও ঐক্যফ্রন্টের কার্যালয় চার তলায়।

ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যেপ্রণোদিত বলে ধারণা করছি।  ছবি:ইন্টারনেট থেকে    লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।

১৬তলা এই ভবনে লাগা আগুন নেভাতে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট সেখানে কাজ করে। অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, এর আগেও জামান টাওয়ারে একাধিকবার আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মহাপরিচালক আলী আহমেদ সাংবাদিকদের জানান, সার্ভার কক্ষ থেকে কেবলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ভবনটির অগ্নি নির্বাপণ ব্যবস্থা ভালো নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লেগেছে। সার্ভার কক্ষ থাকায় তা ছড়িয়েছে বেশি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

জামান টাওয়ার থেকে উদ্ধার করা একজন। ছবি: সংগৃহীত

আলী আহমেদ জানান, ভবনে মোট ১২ জন আটকা পড়েছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এই বহুতল ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামান টাওয়ার থেকে উদ্ধার করা একজন। ছবি: সংগৃহীত

জামান টাওয়ারের চার তলায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় আছে। এ ছাড়া অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা ডট নেটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে এই ভবনে।ছবি:ইন্টারনেট থেকে  সারাবাংলার একজন সাংবাদিক জানান, ছুটির দিন বলে অধিকাংশ ফ্লোরে কেউ ছিলেন না। যারা ছিলেন তাদের অধিকাংশেই আগুন লাগার খবরে নেমে যান। তবে ১৬ তলায় সারাবাংলা কার্যালয়ে আটজন এবং অন্য ফ্লোরে আরও চারজন আটকা পড়েন।

জামান টাওয়ার থেকে উদ্ধার করা একজন। ছবি: সংগৃহীত

পরে ফায়ার সার্ভিস কর্মীরা মই দিয়ে এবং পাশের ভবন থেকে এসে সবাইকে বের করে নিয়ে যান বলে জানান ওই সাংবাদিক।

বাংলাদেশ সময়: ২০:১৭:১৪   ৪৪৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ