” পাওয়ার ভয়েস ২০১২ বিজয়ী সজল”

Home Page » বিনোদন » ” পাওয়ার ভয়েস ২০১২ বিজয়ী সজল”
রবিবার, ২৩ জুন ২০১৩



sojol-3-bg20130622134341.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  পাওয়ার ভয়েস ২০১২ বিজয়ী হয়েছেন ঢাকার ছেলে সজল। সর্বশেষ ছয়জন প্রতিযোগী থেকে তিনি বিজয়ী হন।‘লুকিয়ে নয়, এবার গাও চুটিয়ে’-এ স্লোগানকে সামনে রেখে চ্যানেল নাইন এই আয়োজন শুরু করে।এর আগে শনিবার সন্ধ্যায় সঙ্গীতের প্রতিভা অন্বেষণ মূলক রিয়েলিটি শো পাওয়ার ভয়েস ২০১২-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল নাইন।

প্রতিযোগীতার প্রথম রানার আপ হয়েছেন যৌথভাবে ইভা ও কর্নিয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন রাজু।

পাওয়ার ভয়েস বিজয়ী হিসেবে সজল পেয়েছেন নগদ ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এছাড়া প্রথম রানার আপ পেয়েছেন নগদ ৫ লাখ এবং দ্বিতীয় রানার আপ পেয়েছেন নগদ ৩ লাখ টাকা।

সেরা ছয়ে ছিলেন ঢাকার সজল, রাজু ও কর্নিয়া এবং খুলনার শামীম, ইভা ও চট্টগ্রামের বেলী।

এ ছাড়া প্রথম পাঁচজনের জনের জন্য থাকছে ডায়মন্ড ওর্য়াল্ডের পক্ষ থেকে আকর্ষনীয় পুরষ্কার এবং জি-সিরিজ থেকে পাচঁটি নতুন অ্যালবাম প্রকাশের সুযোগ।

‘পাওয়ার ভয়েস ২০১২’-এর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর।

এছাড়া অনুষ্ঠানে শীর্ষ ১১ জন প্রতিযোগীর পরিবেশনাসহ ঈগল ড্যান্স গ্রুপের নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন তানভীর খান।

গত বছরের ৩০ ও ৩১ আগস্ট রংপুর জেলায় অডিশনের মাধ্যমে শুরু হয় পাওয়ার ভয়েস ২০১২। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর অডিশন হয় রাজশাহী জেলায়। ৯ ও ১০ সেপ্টেম্বর অডিশন হয় খুলনা জেলায়। ১৩ ও ১৪ সেপ্টেম্বর অডিশন হয় ররিশাল জেলায়। ১৮, ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর অডিশন হয় ঢাকা জেলায়। ২৪ ও ২৫ অডিশন হয় সিলেট জেলায়। ২৮ সেপ্টেম্বর অডিশন হয় কুমিল্লা জেলায়। ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অডিশন হয় চট্টগ্রাম জেলায়। ৬ অক্টোবর অডিশন হয় ময়মনসিংহ জেলায়।

বাংলাদেশ সময়: ১২:৪৮:০৬   ৪৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ