আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন সৌদি আরবের প্রিন্স তালাল বিন আবদুল আজিজ

Home Page » এক্সক্লুসিভ » আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন সৌদি আরবের প্রিন্স তালাল বিন আবদুল আজিজ
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন সৌদি আরবের স্পষ্টবাদী প্রিন্স তালাল বিন আবদুল আজিজ। তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ সৌদি রাজপরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধেই প্রকাশ্য সমালোচনা করতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্পষ্টবাদী প্রিন্স হিসেবে খ্যাত ছিলেন। খবর পার্সটুডে।

শনিবার (২২ ডিসেম্বর) প্রিন্স তালাল মারা যান এবং তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি রিয়াদের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তবে কোথায় তিনি মারা গেছেন তা পরিষ্কার নয়। প্রিন্স তালাল বর্তমান রাজা সালমান বিন আবদুল আজিজের সৎ ভাই এবং সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদের বাবা।

গত বছরের নভেম্বর মাসে তার ৩ ছেলেকে সৌদি রাজা সালমান আটক করলে তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। সে সময় ধনকুবের আল-ওয়ালিদকেও আটক করা হয়। বলা হয়- ৬০০ কোটি ডলার ঘুষ দেয়ার পর গত জানুয়ারিতে তিনি মুক্তি পান।

আমরণ অনশন শুরুর আগে তালারবিন আবদুল আজিজ তার বন্ধুদেরকে বলেছিলেন, সভ্যভাবে প্রতিবাদের মাধ্যমে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন রয়েছে।

সৌদি আরবে সাংবিধানিক সংস্কারের জন্য তালাল বিন আবদুল আজিজ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ১৯৬০ এর দশকে সৌদি সরকার তার পাসপোর্ট কেড়ে নিলে তিনি ৪ বছর নির্বাসনে ছিলেন। তবে ফয়সাল বিন আবদুল আজিজ আলে সৌদ ক্ষমতায় আসার পর তিনি দেশে ফেরেন।

বাংলাদেশ সময়: ৯:০৩:২৭   ৩৬০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ