তবে রাজাকারদের তালিকা করার পদক্ষেপ নিয়েছে সরকার:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Home Page » জাতীয় » তবে রাজাকারদের তালিকা করার পদক্ষেপ নিয়েছে সরকার:মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারি রাজাকারদের তালিকা করার দাবি অনেকেরই। কিন্তু স্বাধীনতার ৪৭ বছর হয়ে গেলেও রাজাকারদের তালিকা করা সম্ভব হয়নি। তবে রাজাকারদের তালিকা করার পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য করা হবে চারটি কমিটি।

প্রথম কমিটি তথ্য-প্রমাণসহ রাজাকারদের তালিকা করবে, দ্বিতীয় কমিটি এই তালিকা সঠিক কিনা তা তদন্ত করে দেখবে এবং তৃতীয় কমিটি তালিকা চূড়ান্ত করবে। এরপর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মতো আরও একটি কমিটিতে (চতুর্থ কমিটি) তা উপস্থাপন করা হবে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিডি২৪লাইভকে বলেন, ‘রাজাকারদের তালিকা করার জন্য আমরা প্রতিটি উপজেলায় তিন পর্যায়ের কমিটি করব। কারণ এই ৪৮ বছরে অনেক রাজাকারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক বা আত্মীয়তা হয়ে গেছে। কেউ হয়তো তাদের নাম বাদ দিতে চেষ্টা করবে। আবার কেউ হয়তো রাজাকার ছিল না কিন্তু ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটার কারণে তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হবে। এই ধরনের প্রবণতা থাকতে পারে। এছাড়া ওই সময়ের প্রত্যক্ষদর্শীদের অনেকেই মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রথম কমিটি করব তাদেরকে নিয়ে, যারা মাঠ পর্যায় থেকে তথ্য-প্রমাণসহ রাজাকারদের তালিকা করবে। আরেকটি কমিটি এই তালিকা সঠিক কিনা তা তদন্ত বা যাছাই-বাচাই করে দেখবে। তারা তদন্ত করে মতামতসহ অপর আরেকটি কমিটির কাছে দেবে। যাদের তালিকা করা হয়েছে তারা রাজাকার নাকি রাজাকার নয় তা এই কমিটি ফাইনাল করবে।’

তিনি জানান, এদের মধ্যে প্রথম কমিটি মুক্তিযোদ্ধা ও প্রশাসনের সমন্বয়ে করা হবে। দ্বিতিয় কমিটি করা হবে সিভিল সোসাইটির লোকজনকে নিয়ে। তৃতীয় বা শেষের কমিটি হবে বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের নিয়ে।

এ বিষয়ে তিনি বলেন, ‘প্রক্রিয়াটি যাতে কোনোভাবেই বিতর্কিত না হয় এবং কোন নির্দোষ লোক যাতে অভিযুক্ত না হয় সেজন্য আমরা চেষ্টা করব।’

তিনটি কমিটি চূড়ান্ত করার পর জামুকার মতো আরও একটি কমিটিতে উপস্থাপন করা হবে। তবে সেটি কী হবে তা এখনও ঠিক করা হয়নি বলে জানান মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘পুরো প্রক্রিয়ার জন্য একটি কেন্দ্রীয় কমিটি করার সঙ্গে সঙ্গে আইন করারও পরিকল্পনা আছে আমাদের। সেই কমিটিকে আমরা সাবেক বিচারপতিদের রাখার চেষ্টা করব, যাতে বিচারিক দৃষ্টিভঙ্গিটা কাজে লাগে।’

বাংলাদেশ সময়: ৮:৪২:১৭   ৪৮৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ