“খুঁজে পাওয়া গেল হারানো মায়া শহর”

Home Page » এক্সক্লুসিভ » “খুঁজে পাওয়া গেল হারানো মায়া শহর”
শনিবার, ২২ জুন ২০১৩



mayan-city-mexico-650x399.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ দেড় হাজার বছর ধরে লোকচক্ষুর আড়ালে থাকা বিলুপ্ত মায়া সভ্যতার একটি শহরের খোঁজ পাওয়া গেছে। এটি কোন সিনেমার গল্প নয়, বাস্তবে। মেক্সিকোর রেইন ফরেস্ট মায়া সভ্যতায় গড়ে ওঠা এক পিরামিড শহরের খোঁজ পেলেন একালের ইন্ডিয়ানা জোন্স। নাম তার আইভান স্প্রাইক। একটা দু’টো নয় প্রায় পনেরটি পিরামিডের খোঁজ পেলেন স্লোভেনিয়ার এই পুরাতত্ত্ববিদ।মেক্সিকোর বিজ্ঞান বিষয়ক কমিশন সেখানকার রেইন ফরেস্টের হালচাল জানতে হেলিকপ্টার থেকে বেশকিছু ছবি তুলেছিলো। প্রায় বছর পনেরো আগের সেই ছবিগুলো প্রশ্নের সৃষ্টি করে ইভানের মনে। বিশেষত গাছের ফাঁকে ফাঁকে ধ্বংসস্তূপের চিহ্নগুলো। দেরি করেননি ইভান। ইন্ডিয়ানা জোনস হবার বাসনায় বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন এই সাহসী পুরাতত্ত্ববিদ।

মেক্সিকোর রেইন ফরেস্ট বেশ গভীর, এগিয়ে যাওয়া বেশ কঠিন। তারপরও গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা গাছগুলো কাটতে কাটতে পূর্বে এগোতে থাকেন অভিযাত্রীরা। তিন সপ্তাহ ধরে দশমাইল চলার পর দেখা মেলে আইভানের স্বপ্নের মায়া নগরীর। সন্ধান মেলে কমপক্ষে ১০০০ বছর আগে পরিত্যক্ত এক পিরামিড শহরের।

জঙ্গলে খুঁজে পাওয়া ১৫টি পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচু পিরামিডের উচ্চতা ৭৫ ফুট। জঙ্গলে এখনে ওখানে ছড়িয়ে থাকা বড় বড় সব পাথরের চাঁই। সেগুলো খোদাই করে আবার আঁকা বহু টেরাকোটা। সহস্র বছর আগেকার ওই মায়া শহরে আছে বেশকিছু গোল চত্বর ও বাজার। পাওয়া গেছে লাল পাথরের বাড়ি।

শহরের নাম না জানায় আইভানরাই উদ্যোগ নিলেন নামকরণের। লাল পাথরের শহর বলে আইভান ও তার দলবল নাম রাখলেন ‘চাকতান’। অর্থ ‘লাল রঙা পাথর’। চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর নগর বিস্তৃতি জানান দিচ্ছে অন্তত ৩০ হাজার লোকের বাস ছিল এখানে।

আইভানরাই প্রথম নয়। বছর বিশ-তিরিশ আগেই ‘চাকতান’ এ পা পড়েছিলো স্থানীয় বনজ সম্পদ সংগ্রাহকদের। ডিজিটাল জার্নালে আইভান বলেন, “আশপাশের গাছগুলো আমরা কাঁটা পেয়েছি, যেখান থেকে আঠা সংগ্রহ করা হয়েছিলো।” তবে যে কারণেই হোক, সে খবর আর বাইরে যায়নি।

মায়া যুগেই গড়ে ওঠে পৃথিবীর সাত আশ্চর্যের এক ‘চিচেন ইৎজা’। বছর ছয়েক আগে সাত আশ্চর্য জায়গা করে নেয় অসাধারণ সুন্দর এই পুরাতত্ত্ব। তবে আইভানদের আবিষ্কার হয়ত বুঝিয়ে দিলো, বিস্ময়ের এখনও অনেক বাকি।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৭   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ