জনগনের ভোট চুরির চিন্তা আওয়ামী লীগের নেই: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » জনগনের ভোট চুরির চিন্তা আওয়ামী লীগের নেই: প্রধানমন্ত্রী
শনিবার, ২২ জুন ২০১৩



pm1-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামী নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হবে।তিনি বলেন, জনগণের ভোট চুরির চিন্তা আমাদের নেই।

শনিবার দুপুরে গণভবনে রংপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই সরকারের সময় অনুষ্ঠিত দেশের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সর্বশেষ চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। তারপরও বিএনপি কিভাবে বলে আ’লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে তারা এ কথা বলে, এটাই তাদের চরিত্র।

এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, বিরোধী দলের নেত্রী খালেদা জি‍য়া তত্ত্বাবধায়ক চাইছেন। একবার তত্ত্বাবধায়ক সরকার এসে তাকে এবং আমাকে জেলে নিয়েছিল। আবার এলে তাকে জেলে যেতে হবে না এই নিশ্চয়তা তিনি কোথায় পেয়েছেন? তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন দেবে এরই নিশ্চয়তা কি?

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার গতবার তিন মাস থাকবে বলে এসে দুই বছর পার করেছে। এবার এলে জ্ঞানী-গুণীরা কেয়ামত পর্যন্ত থাকার ফতোয়া দেবে।

শেখ হাসিনা বলেন, এই সরকারের অধীনে সব নির্বাচনের মতো আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। আগামী নির্বাচনে আমরা আবারও জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পাব।

আগামী ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪:২৯:৪৪   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ