মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সম্মেলন

Home Page » বিবিধ » মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করতে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮



---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃ সম্পূর্ণ ভেদাভেদ ভুলে সুনামগঞ্জের ৫টি আসনে আ.লীগ মনোনীত ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখা এই প্রতিনিধি সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট।
বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও এই আসনে মহাজোট মনোনীত প্রার্থী এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাতক শংকর দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. কামাল উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মজনু মিয়া, বাবুল রায়, রুমেল আহমদ, বুরহান উদ্দিন লিটু, মাসুক আহমদ, সাংগঠনিক এড. বুরহান উদ্দিন, বিপ্রেশ রায়, শাহজাহান, লাবলু, আন্তর্জাতিক সম্পাদক জামাল আহমদ, সালেহ আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বাবলু আহমদ,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের হাবিব প্রমুখ।
বক্তারা সকল ভেদাভেদ ভুলে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
এছাড়াও তাহিরপুর উপজেলা থেকে প্রতিনিতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন দিপক, মধ্যনগর থেকে প্রতিনিতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজু।

বাংলাদেশ সময়: ১৮:০০:২৬   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ