‘মিথ্যা মামলাকারীকেও সাজা দেয়ার বিধান প্রণয়ন’

Home Page » জাতীয় » ‘মিথ্যা মামলাকারীকেও সাজা দেয়ার বিধান প্রণয়ন’
শনিবার, ২২ জুন ২০১৩



kamrul-300x169.pngবঙ্গ-নিউজ ডটকমঃ বিদেশের তুলনায় বাংলাদেশে শতকরা ৮০ ভাগ মামলার আসামি খালাস পেয়ে যান জানিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নারী নির্যাতন ও যৌতুকের মামলা ৯৯ ভাগই মিথ্যা।তিনি বলেন, বিদেশের শতকারা ১০০ ভাগ মামলায় সাজা হয়। অন্যদিকে আমাদের দেশে শতকারা ২০ ভাগ মামলার আসামির সাজা হয়।

এ সময় মিথ্যা মামলার কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন আইন প্রতিমন্ত্রী।

শনিবার হোটেল রুপসী বাংলায় আইন মন্ত্রণালয় আয়োজিত ‘ফৌজদারি কার্যবিধির সংশোধন’ বিষয়ক এক মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আইন প্রতিমন্ত্রী বলেন, কোনো মামলায় দোষ প্রমাণ হলে আসামির সাজা দেয়ার পাশাপাশি মিথ্যা মামলাকারীকেও সাজা দেয়ার বিধান প্রনয়ণ করা দরকার। এতে মামলার পরিমাণ কমে আসবে।

এ সময় ন্যায় বিচারের স্বার্থে মিডিয়া ট্রায়াল বন্ধ করারও পরামর্শ দিয়ে কামরুল ইসলাম বলেন, মিডিয়া ট্রায়াল বন্ধ করা না হলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না। একটি মামলার বিষয়ে কতটুকু প্রচার করা যাবে তার জন্য গাইড লাইন থাকা দরকার।

এক্ষেত্রে একটি উদারহণ দিয়ে তিনি বলেন, একটি মেয়ে একবার ধর্ষণ হলে মিডিয়ায় প্রচারের কারণে আরো দশবার ধর্ষণের শিকার হয় মেয়েটির পরিবার।

মামলার জট কমানোর জন্য পৃথক তদন্ত সেল গঠন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেন, যে পুলিশ সারাক্ষণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেই পুলিশ দিয়ে আবার তদন্ত করায় মামলায় ধীর গতি চলে আসে।

এক্ষেত্রে তিনি পৃথক তদন্ত সেলের মাধ্যমে একটি মামলায় সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করার জন্য সময় দেধে দেয়ার কথা বলেন।

সংসদ বিষয়ক সচিব মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, আইন সচিব এএসএম জহিরুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২২   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ