বিএনপির আমলে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, আত্মীয়-স্বজনের জানাজায় অংশ নিতে পারেনি

Home Page » এক্সক্লুসিভ » বিএনপির আমলে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি, আত্মীয়-স্বজনের জানাজায় অংশ নিতে পারেনি
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: একাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে আমার এলাকার নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। মা-বাবাসহ আত্মীয়-স্বজনের জানাজায় অংশ নিতে পারেনি। নিলেও জানাজা থেকে আসার পর তাদের গ্রেফতার করা হয়েছে। ভোট কেন্দ্রে আমার স্ত্রীকে ভোটও দিতে দেয়নি বিএনপির সন্ত্রাসীরা। এমনকি আমার সদ্য প্রয়াত মা রিকশাযোগে ভোট কেন্দ্রে যাওয়ার সময় তাকে ভোট কেন্দ্র থেকে নামিয়ে দেয়া হয়েছিল।

এসময় তিনি বলেন, বিএনপি আবারও ক্ষমতায় আসলে সন্ত্রাসের জনপদ হবে। শান্তির এলাকায় অশান্তি বিরাজ করবে।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রতীক বরাদ্দের পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের মুজিব কলেজ মাঠে বিশাল এক পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ ক্ষমতায় থাকাকালীন এমন কোনো কাজ করেনি যা নিয়ে তিনি ভোটারদের সামনে গিয়ে আবারও ভোট চাইবেন। আমার আমলে গ্রামের মানুষ শতভাগ বিদ্যুৎ পেয়েছে। এলাকার অনেক অবকাঠামোর উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে এলাকার নারীসহ বিভিন্ন মানুষ ভাতা পাচ্ছে। তথ্য-প্রযুক্তি হাতের মুঠোয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বাংলাদেশের। এর সুবিধা নিতে শুরু করেছে সবাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আমি আবারও যদি নির্বাচিত হই তাহলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।

বাংলাদেশ সময়: ১১:০৮:১৮   ৪৪৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ