প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে সিরিজ সূচনা করেছে বাংলাদেশ। টাইগাররা

Home Page » আজকের সকল পত্রিকা » প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে সিরিজ সূচনা করেছে বাংলাদেশ। টাইগাররা
রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত জয়ে সিরিজ সূচনা করেছে বাংলাদেশ। টাইগাররা ৮৯ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। টেস্ট সিরিজের ফর্ম ওয়ানডে সিরিজেও রূপান্তরিত করেছে বাংলাদেশ দল। ম্যাচের আগে দিন বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন ফরম্যাট যত ছোট ওয়েস্ট ইন্ডিজ তত ভয়ঙ্কর। বিপজ্জনক সেই দলের বিপক্ষে সহজ জয় পেয়ে খুশি বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ দলে এ ম্যাচে তিন পেসার ছিল। দিবা-রাত্রির ম্যাচে শিশিরের কারণে স্পিনারদের নিয়ে ছিল কিছুটা শংকাও। কিন্তু প্রথমে বল করা বাংলাদেশ দল নতুন বলে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে আক্রমণ শুরু করে। ব্যাপারটা একটু অবাকই করেছে অনেককে। এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা তাদের টেস্টের মতো ওয়ানডে ম্যাচেও দুই প্রান্ত থেকে স্পিন বল খেলার স্বাদ দিতে চেয়েছিলাম।’

উইন্ডিজের বিপক্ষে এই জয় নিয়ে মাশরাফি বলেন, ‘এই ফরম্যাটে তারা খুব বিপজ্জনক দল। কিন্তু আমাদের বোলাররা ছিল অসাধারণ। এরপর ব্যাটে লিটন ভালো শুরু করেছে। সাকিব ক্রিজে গিয়ে দ্রুত রান তুলেছে। যা আমাদের জয়ের পথ এগিয়ে দিয়েছে। তবে মুশফিক ব্যাট হাতে ছিল দারুণ।’

বাংলাদেশ অধিনায়ক ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলেন। এ নিয়ে ম্যাচের আগের দিনও তিনি বলেন এসব ব্যাপার-স্যাপার তাকে টানে না। ম্যাচের পরও বললেন একই কথা, ‘আমার ২০০তম ম্যাচ খেলা নিয়ে আমি খুব বেশি চিন্তা করি নি। দল জিতেছে এতেই আমি খুশি। আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলার পথে বল হাতে দারুণ করেছেন মাশরাফি। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৩০ রানে নিয়েছেন তিন উইকেটে। এরমধ্যে তার করা ৬০ বলের ৪১টিই ডট বল করেছেন তিনি। দুর্দান্ত এই পারফর্ম করায় ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।

বাংলাদেশ সময়: ২২:২৪:২০   ৪৩৯ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ