রাখাইনে ফের আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত

Home Page » এক্সক্লুসিভ » রাখাইনে ফের আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত
শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: মিয়ানমারের রাখাইনে ফের আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে।

সেনাবাহিনীর সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের একাধিক সংঘর্ষের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমারের উচ্চপদস্থ একাধিক সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতের এ সংঘর্ষে চারজন রোহিঙ্গা বিদ্রোহীও নিহত হয়েছে বলে জানা গেছে।

মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ সংঘর্ষের তথ্য জানানো হয়েছে। আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছে। তবে হতাহতের নাম বা সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনের বুথিডং ও রাথেডং এলাকায় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন।

এ সময় সেনা সদস্যরা চারজন আরাকান আর্মির সদস্যকে হত্যা এবং তাদের এম-২২ রাইফেল জব্দ করেছে।

গত বছর একই ধরনের সংঘর্ষের খবর দিয়ে রোহিঙ্গাদের ওপর কঠোর দমন-পীড়ন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। তাতে ব্যাপক খুন-ধর্ষণের শিকার হয়ে নতুন করে প্রায় সাত লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। এবার নতুন করে সংঘর্ষের খবরে তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে রোহিঙ্গা সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১০:২৪:১৫   ৪২৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ