হবিগঞ্জ-১ আসনের গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ

Home Page » প্রথমপাতা » হবিগঞ্জ-১ আসনের গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ
শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে নির্বাচন করতে রেজা কিবরিয়ার আর কোনো বাধা নেই।

আজ শুক্রবার (৭ ডিসেম্বর) আপিল শুনানির দ্বিতীয় দিনে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় দেয় নির্বাচন কমিশন।

এ ঘোষণা পাওয়ার পর রেজা কিবরিয়া জানান, তার ক্রেডিট কার্ডের ছয় হাজার টাকার একটি চার্জ ছিল। সে ব্যাপারটি সমাধান করা হয়েছে। এখন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবার কাছে দোয়া চান তিনি।

তিনি আরো জানান, ‘আমি কমিশনের কাছে ন্যায় বিচার পেয়েছি। আশা করব সবাই যেনো তা পান।’

আপিল মঞ্জুর হওয়ায় এখন ইসির ওপর আস্থা রাখতে পারছেন কিনা- এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, “এ প্রশ্নটা নির্বাচনের পরদিন করলে তার উত্তর দিতে পারব।”

উল্লেখ্য, রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। সম্প্রতি ড. কামাল হোসেনের গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। এরপর ২৮ নভেম্বর গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। যাচাই-বাছাইয়ের দিন ২ ডিসেম্বর রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল করেন হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। কারণ হিসেবে বলা হয়, সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে অভিযোগের ভিত্তিতে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৩০   ৪৫২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ