দলীয় প্রতীক কুলা নয়, নৌকা প্রতীকেই নির্বাচনে লড়াই করবেন মাহী বি. চৌধুরী

Home Page » এক্সক্লুসিভ » দলীয় প্রতীক কুলা নয়, নৌকা প্রতীকেই নির্বাচনে লড়াই করবেন মাহী বি. চৌধুরী
শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীরর মনোনয়ন নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও আজ শুক্রবার (৭ ডিসেম্বর) সেটার অবসান হয়েছে। দলীয় প্রতীক কুলা নয়, মাহী বি. চৌধুরী নৌকা প্রতীকেই নির্বাচনে লড়াই করবেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহী সহ তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিকল্প ধারার মহাসচিব বলেন, আমরা ৩টি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটি আসনে পাবো বলে আশা করছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের আসন নিশ্চিত করে চিঠি দিতে শুরু করছে আওয়ামী লীগ।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি সংগ্রহ করছেন প্রার্থীরা।

শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে লড়বেন তাদের চিঠি দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

এদিকে, আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন- সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), একেএম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), বিএম কবিরুল হক (নড়াইল-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-৩) এবং তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২)।

এসব আসনে দুইজন করে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।

এ পর্যন্ত শরিকদের মধ্যে ওয়াকার্স পার্টি ৫, বিকল্পধারা ৩, জাসদ (ইনু) ৩, জাসদ আম্বিয়া ১, জাতীয় পার্টি (মঞ্জু) ২, তরিকত ফেডারেশনের ২ জন প্রার্থীকে চিঠি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, যে ১৭টি আসনে দুইজন করে প্রার্থী ছিলেন তাদের একক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সম্পাদকের হাত থেকে এসব চিঠি নিচ্ছেন শরিক দলের প্রার্থীরা।

এছাড়া কিশোরগঞ্জ-১ আসনের চূড়ান্ত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের চিঠি তার ব্যক্তিগত সহকারী শাহীনের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৬:৩৭   ৫২৮ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ