“বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনা নির্বাচিত” -মিথ্যা, ভুয়া, বানোয়াট খবর:জেলা আওয়ামী লীগ

Home Page » জাতীয় » “বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ হাসিনা নির্বাচিত” -মিথ্যা, ভুয়া, বানোয়াট খবর:জেলা আওয়ামী লীগ
বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনাকে লড়তে হবে স্বতন্ত্র ও বিভিন্ন দলের ৪ জন প্রার্থীর বিরুদ্ধে। যদিও এই দুই আসনে এর আগে নির্বাচন করে একাধিকবার জয়ী হয়েছেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ প্রার্থী। এখানে শেখ হাসিনা ছাড়া আরও ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ২ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

বৈধ প্রার্থীর তালিকায় রয়েছেন- আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, বিএনপির এস এম আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক ও মো. উজীর ফকির।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন বিএনপির অপর প্রার্থী এস এম জিলানী ও জাতীয় পার্টির এ জেড অপু শেখ।

এদিকে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন দাবি করে প্রচার চালানো হচ্ছিল।

এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচিত’ -এটি মিথ্যা, ভুয়া, বানোয়াট খবর। এখানে এখনও ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন। এই প্রচার কারা, কোন উদ্দেশ্যে চালাচ্ছে জানি না?

প্রসঙ্গত, এর আগে দশম জাতীয় নির্বাচনে ওই আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এ জেড অপু শেখ। সেই নির্বাচনে ২ লাখ ১১ হাজার ৯৫১ ভোটের মধ্যে অপু শেখ পেয়েছিলেন ২ হাজার ৪৩০ ভোট।

তার আগে নবম জাতীয় নির্বাচনে ১ লাখ ৮৮ হাজার ৫৮৫ ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে এসএম জিলানী পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট। আর শেখ হাসিনা পেয়েছিলেন ১ লাখ ৫৮ হাজার ৯৫৮ ভোট।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৭   ৪৫৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ