নিজ ছেলেকে কুপিয়ে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি, সেই ঘাতক বাবা আটক

Home Page » এক্সক্লুসিভ » নিজ ছেলেকে কুপিয়ে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি, সেই ঘাতক বাবা আটক
বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮



 

ছবি সংগৃহীত   বঙ্গ-নিউজ: রাজধানীর বাংলামোটরে নিজ ছেলেকে কুপিয়ে হত্যা করে অন্য ছেলেকে জিম্মি করে রাখা বাবা নুরুজ্জামান কাজলকে আটক করেছে পুলিশ। এবং অপর ছেলেকে জীবিত উদ্ধার করেছে।

বুধবার (৫ ডিসেম্বর) সকালে বাংলামোটর ১৬ নম্বর লিংক রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে বাসা থেকে বের হন কাজল। বাসায় দোয়া পড়ানোর জন্য হুজুরকে নিয়ে আসেন তিনি। পরে হুজুর ওই বাসা থেকে বেরিয়ে দাবি করেন, সেখানে এক শিশু সন্তানকে অচেতন অবস্থায় দেখেছেন তিনি। বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানান তিনি।

শিশুটির পিতা মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসীরা। এ কারণে তাঁর স্ত্রী ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন তারা।   ছবি সংগৃহীত

দুপুর পৌনে দুইটাই ভেতরে প্রবেশ করে পুলিশ ও র‌্যাব। এ সময় পুলিশ ভেতরে থাকা বাবা কাজলকে আটক করে।

পরে মেঝেতে পড়ে থাকা কাফনের কাপড়ে মোড়ানো ছোট ছেলে সাফায়েতের মরদেহ উদ্ধার করে। শিশু সাফায়েতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর জীবিত উদ্ধার অভিযুক্ত কাজলের বড় ছেলে সুরায়েতকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বাড়িটির ভেতরে তদন্তের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৩   ৪১০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ