তাহিতির বিপক্ষে স্পেনের গোল উৎসব

Home Page » খেলা » তাহিতির বিপক্ষে স্পেনের গোল উৎসব
শুক্রবার, ২১ জুন ২০১৩



sports-bg20130620150845.jpgবঙ্গ-নিউজ ডট কমঃ  কনফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে হারবে এ কথা জেনেই মারকানার মাঠে নেমেছিল তাহিতি।বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরাও জানতেন ফলাফল। তবে কত গোলের ব্যবধানে তাহিতি হারে তাই ছিল দেখার বিষয়। হবেই বা না কেন? বিশ্বকাপ ও ইউরোজয়ী, বিশ্ব ব্যাঙ্কিয়ের এক নম্বর এবং প্রায় অপরাজেয় স্পেনের বিপক্ষে খেলতে নামছে ১৩৮ নম্বরধারী পুঁচকে তাহিতি। ফুলবলামোদীদের কাছে এও যেন এক আমোদ।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় খেলার শুরু থেকেই স্পেনের খেলোয়ারদের শরীরী ভাষা ও খেলার ধরনই বলে দিচ্ছিল তারা নেমেছেন ইতিহাসকে ভেঙে নতুন করে লিখতে।

৮০ বছর আগে বুলগেরিয়াকে এক প্রীতি ম্যাচে স্পেন হারিয়েছিল ১৩-০ গোলের ব্যবধানে। তাহিতির এ ম্যাচ ছিল সে ব্যবধানকে ডিঙিয়ে যাওয়ার। কিন্তু মারকানায় সে লক্ষের খুব কাছে এসেও পারলনা দেল বস্কের শিষ্যরা।

তবে হাতির বিরুদ্ধে ইদুর হয়েও কম লড়াই করেনি তাহিতি। ৮০ বছরের বেকর্ড ভাঙতে দিলনা দক্ষিণপ্রশান্ত মহাসাগরীয় ছোট্ট এ দ্বীপদেশ। সবচেয়ে বড় কথা চার চারটা গোল দেওয়া তোরেসের পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছে তাহিতির গোলরক্ষক।

খেলা শুরুর ৫ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন ফার্নান্দো তোরেস। ৩১ মিনিটে দলকে এগিয়ে নেন সিলভা। ২ মিনিট না পেরোতেই আচমকা গোল দিয়ে বসেন তোরেস। সবাই যখন গোল করার স্রোতে শামিল বাদ যাবেন কেন ডেভিড ভিয়া, ৩৯ মিনিটে তিনিও করলেন গোল। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

তবে অস্ত্রে শাণ দিয়ে এসেই দ্বিতীয় পর্বে একের পর এক আক্রমণ করে চলল স্পেন।

৪৬ মিনিটে ন্যাভাসকে নামিয়ে কোচ তুলে নেন রামোসকে। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ৫ম গোল করেন ভিয়া। এর ৮ মিনিট পরেই তোরেস তার হ্যাট্রিক পূর্ণ করেন।

সতীর্থের হ্যাট্রিক দেখে থেমে যাবেন কেন ভিয়া, তিনিও ম্যাচের ৬৪ মিনিটে আরেক গোল করে দলকে এগিয়ে নেন ৭-০ গোলে। পূর্ণ করেন নিজের হ্যাট্রিক।

ঠিক দুই মিনিট পরেই মাতা করে বসেন ৮ম গোল। ৬৯ মিনিটে মাতাকে তুলে নিয়ে মাঠা নামানো হয় সেস ফ্যাব্রেগাসকে।

৭৮ মিনিটে তোরেসের পেনাল্টি থেকে নেওয়া কিক ঠেকিয়ে চমক দেখান তাহিতির গোলরক্ষক। কয়েক মুহুর্ত পরেই দলের হয়ে ৯ম ও নিজের ৪র্থ গোল করেন তোরেস।

খেলা শেষ সময়ে এসে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ১০ম গোল করেন সিলভা।

এ ম্যাচে তাহিতির প্রাপ্তি স্পেনকে ৮০ বছরের রেকর্ড ভাঙতে না দেওয়া। আর গোল উৎসবের মাঝেও স্পেনের অর্পর্ণতা খুব কাছে এসেও ৮ দশক আগের ইতিহাসকে ডিঙাতে না পারাতবে হাতির বিরুদ্ধে ইদুর হয়েও কম লড়াই করেনি তাহিতি। ৮০ বছরের বেকর্ড ভাঙতে দিলনা দক্ষিণপ্রশান্ত মহাসাগরীয় ছোট্ট এ দ্বীপদেশ। সবচেয়ে বড় কথা চার চারটা গোল দেওয়া তোরেসের পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছে তাহিতির গোলরক্ষক।

খেলা শুরুর ৫ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন ফার্নান্দো তোরেস। ৩১ মিনিটে দলকে এগিয়ে নেন সিলভা। ২ মিনিট না পেরোতেই আচমকা গোল দিয়ে বসেন তোরেস। সবাই যখন গোল করার স্রোতে শামিল বাদ যাবেন কেন ডেভিড ভিয়া, ৩৯ মিনিটে তিনিও করলেন গোল। চার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

তবে অস্ত্রে শাণ দিয়ে এসেই দ্বিতীয় পর্বে একের পর এক আক্রমণ করে চলল স্পেন।

৪৬ মিনিটে ন্যাভাসকে নামিয়ে কোচ তুলে নেন রামোসকে। ৪৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ৫ম গোল করেন ভিয়া। এর ৮ মিনিট পরেই তোরেস তার হ্যাট্রিক পূর্ণ করেন।

সতীর্থের হ্যাট্রিক দেখে থেমে যাবেন কেন ভিয়া, তিনিও ম্যাচের ৬৪ মিনিটে আরেক গোল করে দলকে এগিয়ে নেন ৭-০ গোলে। পূর্ণ করেন নিজের হ্যাট্রিক।

ঠিক দুই মিনিট পরেই মাতা করে বসেন ৮ম গোল। ৬৯ মিনিটে মাতাকে তুলে নিয়ে মাঠা নামানো হয় সেস ফ্যাব্রেগাসকে।

৭৮ মিনিটে তোরেসের পেনাল্টি থেকে নেওয়া কিক ঠেকিয়ে চমক দেখান তাহিতির গোলরক্ষক। কয়েক মুহুর্ত পরেই দলের হয়ে ৯ম ও নিজের ৪র্থ গোল করেন তোরেস।

খেলা শেষ সময়ে এসে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের ১০ম গোল করেন সিলভা।

এ ম্যাচে তাহিতির প্রাপ্তি স্পেনকে ৮০ বছরের রেকর্ড ভাঙতে না দেওয়া। আর গোল উৎসবের মাঝেও স্পেনের অর্পর্ণতা খুব কাছে এসেও ৮ দশক আগের ইতিহাসকে ডিঙাতে না পারা।

বাংলাদেশ সময়: ১৩:১৭:৪২   ৩৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ