হতাশা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাকাটি শুরু করেছেন: কাদের

Home Page » জাতীয় » হতাশা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাকাটি শুরু করেছেন: কাদের
মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮



ছবি: ইন্টারনেট

বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোটের বাজারে অবস্থা ভালো নয়। সেজন্য হতাশা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্নাকাটি শুরু করেছেন’।

আজ নোয়াখালী-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ চাওয়ার অর্থ ঐক্যফ্রন্ট নির্বাচন চায় না, বরং বানচাল করতে চায়।’

দলছুট ও জনবিচ্ছিন্ন নেতারা যতোই বিএনপির সঙ্গে হাত মেলাচ্ছে দলটি ততই জনসমর্থন হারাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে, সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামতে চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রথম নির্বাচনে যাচ্ছে বিএনপি— এ পর্যন্ত কথা বলে কান্নায় ভেঙে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া তিনটি আসনে দলের প্রার্থী হচ্ছেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। এগুলো হলো ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭। সংবাদস্থলে থাকা দলটির অন্য নেতারাও আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বিকেল থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত নেতাদের হাতে প্রত্যায়নের চিঠি হস্তান্তর শুরু করেছে বিএনপি। প্রথম চিঠিটি পান বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার।

সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের চিঠি বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে তবে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আলামত দেখা যাচ্ছে না বলেও জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দলীয় চেয়ারপারসনকে কারাগারে রেখে তাকে ছাড়া এই প্রথম নির্বাচনে অংশ নিতে হচ্ছে তাদের।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নিহত হওয়ার পর ১৯৮২ সালে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮৬ সালে তার নেতৃত্বে বিএনপি প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেন। এরপর ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতায় আসে। আর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন।

কিন্তু ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দী হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ নির্বাচনে তার অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৬   ৬৭১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ