কলমাকান্দায় আ.লীগ মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল!

Home Page » বিবিধ » কলমাকান্দায় আ.লীগ মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল!
সোমবার, ২৬ নভেম্বর ২০১৮



কলমাকান্দা

বঙ্গ-নিউজঃ নেত্রকোনা -১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে মানু মজুমদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে কলমাকান্দা উপজেলার গুতুরা বাজার এলাকায় নেত্রকোনা-কলমাকান্দা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনা-১ আসনের বর্তমান সাংসদ হলেন আওয়ামী লীগের ছবি বিশ্বাস। এই আসনে এবার ২৬ জন নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

আওয়ামী লীগ এবার ছবি বিশ্বাসকে মনোনয়ন না দিয়ে তাঁর বোনের জামাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারকে নৌকা প্রতীক দেয়। অথচ মানু মজুমদারের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। এ কারণে কলমাকান্দায় তিনি বহিরাগত হিসেবে পরিচিত।

মানু মজুমদারকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে আজ দুপুর ১২টার দিকে কলমাকান্দার গুতুরা বাজারে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে রাস্তায় শুয়ে পড়েন। তাঁরা বহিরাগত মানু মজুমদারের পরিবর্তে কলমাকান্দার কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের হটাতে চাইলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় খায়রুল ইসলাম নামের এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বিক্ষোভের ফলে প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:১৬   ৫১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ