দিরাইয়ে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর উদ্বোধন

Home Page » বিবিধ » দিরাইয়ে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর উদ্বোধন
শনিবার, ২৪ নভেম্বর ২০১৮



শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘরস্টাফ রিপোর্টার, বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আবদুল করিমের নিজ বাড়িতে বাউল সম্রাট শাহ আব্দুল করিম জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৪নভেম্বর) সকালে এর উদ্বোধন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালীকুজ্জামান। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, পিকেএসএফ এর সাধারণ পরিষদ সদস্য প্রফেসর শফি আহমদ, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ইউরোপ-বাংলা চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার জলি বেগম। আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) টেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। এতে বক্তব্য রাখেন সাবেক মুখ্যসচিব ও পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক জুবায়দা বেগম,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, পিকেএসএফ এর সাধারণ পরিষদ সদস্য প্রফেসর শফি আহমদ, বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ইউরোপ-বাংলা চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, টিএমএসএস এর ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার জলি বেগম। আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৫২   ৫৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ