চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা মনোনয়নপ্রত্যাশী

Home Page » এক্সক্লুসিভ » চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা মনোনয়নপ্রত্যাশী
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮



 

 

ফাইল ছবি সূজন-সখী চলচ্ছিত্র   

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: একাদশ সংসদ নির্বাচনে চলচ্চিত্র, নাটক, সংগীত ও ক্রীড়া অঙ্গনের বেশ কয়েকজন তারকা মনোনয়নপ্রত্যাশী হয়েছেন বড় তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি থেকে। কারণ কী?

নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর আওয়ামী লাগ থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রীও। এবারও তিনি নিলফামারী থেকে নির্বাচন করবেন। সংগীত শিল্পী মমতজও আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত সংসদ সদস্য। তারানা হালিম সংসদ সদস্য হয়েছেন সংরক্ষিত আসনে। তিনি এখন তথ্য প্রতিমন্ত্রী। ফুটবলার আরিফ খান জয় আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য এবং উপমন্ত্রী। তাঁরা সবাই এবারো নির্বাচন করতে চান।

তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আলেচানা চলছে। তিনি এবার নির্বাচন করবেন আওয়ামী লীগের হয়ে। হিরো আলম এখন মিডিয়ার আকর্ষণ। তিনি নির্বাচন করতে চান জাতীয় পার্টি থেকে।

আওয়ামী লীগ থেকে এবার নির্বাচন করতে চান আরো এক ঝাঁক তারকা। তাঁদের মধ্যে আছেন নায়ক ফরুক (আকবর হোসেন পাঠান), সারাহ বেগম কবরী, রোকেয়া প্রাচী, খলনায়ক ডিপজল, শমী কায়সার প্রমুখ।

বিএনপি থেকে সংগীত শিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, মনির খান, নায়ক হেলাল খান প্রমুখ। প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ডয়চে ভেলে।

ওই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়- এবার নির্বাচনে অংশ নিতে আগ্রহী হওয়ার কারণ জানতে চাইলে নায়ক ফারুক বলেন, ‘আমি রাজনীতির মানুষ। আমার জীবন শুরু হয়েছে রাজনীতি দিয়ে। আমি মুক্তিযুদ্ধ করেছি। পরে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করি। এখন আবার রাজনীতি করছি। আমি সিনেমায় মাটির কথা বলেছি, মানুষের কথা বলেছি। সেটা ছিল অভিনয়। এখন বাস্তবে মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আর সেজন্যই আমি এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র কিনেছি।’

ফারুক গাজীপুর-৫ আসন থেকে মনোনায়নপত্র কিনলেও তাঁকে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সাভানেত্রী শেখ হাসিনা ঢাকা-১৭ (গুলশান-বনানী) থেকে নির্বাচন করতে বলেছেন বলে তিনি জানান। তিনি এখন সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘আমাকে নিয়ে হয়তো বা নেত্রীর ভিন্ন চিন্তা আছে। সেজন্যই আমাকে গুলশান-বনানী এলকা থেকে নির্বাচনের জন্য বলেছেন। আমি এমপি হলে যা মানুষ এবং আমার দলের যাতে কল্যাণ হয় তাই করব। রাস্তা ঘাটের উন্নয়ন এটা তো সাধারণ কথা। আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

ফেনী-৩ থেকে আওয়ামী লীগের টিকেটে নির্বাচন করতে চান অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি রাজনীতিকে পরিশীলিত করতেই সংসদ নির্বাচনে অংশ নিতে চান। আর তাঁর এলাকার নারীদের জন্য কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি সংস্কৃতির চর্চা করি। আমি মনে করি, রাজনীতিকেও সংস্কৃতিসমৃদ্ধ করা দরকার। তাহলে রাজনীতি আরো পরিশীলিত হবে। রাজনীতি শুদ্ধ হবে। দেশের জন্য শুদ্ধ রাজনীতি খুব প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘দেশ বা মানুষের সেবা করার উৎকৃষ্টতম পথ হচ্ছে রাজনীতি। আমি আমার এলাকার নারীদের জন্য কাজ করতে চাই। আমাদের এলাকার নারীরা অনগ্রসর। তাঁদের শিক্ষা এবং কর্মসংস্থানে নতুন প্রকল্প নিয়ে কাজ করব।’

চলচ্চিত্র নায়ক হেলাল খানও এবার নির্বাচনের মাঠে। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে বিএনপি’র টিকেটে সংসদ নির্বাচন করতে চান। অভিয়নয় ছেড়ে নির্বাচন ও রাজনীতি কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অভিনয় করলেও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি প্রবাসে ছিলাম। আইটি ব্যবসা করি। আমি দেশের জন্য ও প্রবাসীদের জন্য কাজ করতে চাই।’

তিনি আরো বলেন, ‘সিনেমায় অশ্লীলতা ঢুকে গেছে। আমরা বিরোধী দলে থাকায় কোনো কাজ করতে পারিনি। সংসদ সদস্য হলে এটা নিয়েও কাজ করতে চাই। কাজ করতে চাই আইটি সেক্টরের উন্নয়নে।’

জানা গেছে, তিনটি দল থেকেই এবার তারকা প্রার্থীরা মনোনয়ন পাবেন। তবে কতজন পাবেন তা জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৬   ৪৪২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ