আসন ভাগাভাগির সুরাহা করতে আজ সন্ধ্যায় বিএনপি ও জোট সঙ্গী নেতারা বৈঠকে বসবে

Home Page » প্রথমপাতা » আসন ভাগাভাগির সুরাহা করতে আজ সন্ধ্যায় বিএনপি ও জোট সঙ্গী নেতারা বৈঠকে বসবে
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: শরিকদলগুলোর মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি সুরাহা করতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তার মতিঝিলের চেম্বারে বৈঠকে বসবে বলে জানা গেছে।

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির জোট সঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসবে। একই সঙ্গে ইশতেহার তৈরীর কাজ চলছে। এসংক্রান্ত কমিটি রবিবার আবার খসড়া করতে বৈঠকে বসবে বলে সংশ্লিস্ট একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, নির্বাচনে যারা জয়ী হয়ে আসতে পারবেন- কেবলমাত্র তাদেরই ছাড় দেয়া নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে জোটের শরীকদল গুলো একমতও হয়েছেন।

এ বিষয়ে জাতীয় ফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা গণতন্ত্র প্রতিষ্টা এবং ভোটের অধিকার রক্ষার বৃহত্তর স্বার্থে জোট গঠন করেছি। বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি। এখানে আসন ভাগাভাগি কোনো বিষয় নয়।

এদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহারের খসড়া তৈরি করতে বৈঠক করেছেন এ সংক্রান্ত জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুলাহ চৌধুরী ধানম-ির অফিসে বৈঠক করেন ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির সদস্যরা।

বৈঠকে ডা. জাফরুলাহ চৌধুরী ছাড়াও ইশতেহার প্রনয়ণ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মাহফুজ উলাহ, অধ্যাপক ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন,আওম শফিকউলাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. জাফরুলাহ চৌধুরী জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরও বিস্তারিত হতে পারে। দ্রুতই এই ইশতেহার তৈরী ও ছাপানোর কাজ শেষ হবে। তিনি আরও বলেন, ‘আমরা ইশতেহার তৈরির জন্য বসেছি। প্রথমে খসড়া তৈরি করব। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে পাশ হবে’।

ইশতেহার তৈরির বিষয়ে ডা. জাফরুলাহ চৌধুরী বলেন, মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

বাংলাদেশ সময়: ১২:১৭:৩২   ৪৫০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ