সাকিব-তাইজুলের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

Home Page » ক্রিকেট » সাকিব-তাইজুলের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: সাকিব-তাইজুলের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ দল। বাংলাদেশের প্রথম ইনিংসে দেয়া ৩২৪ রান টপকাতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমে তাইজুলের শিকার হয় ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর সাকিবের জোড়া আঘাতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। শুরুতে দেখে শুনে ব্যাট করতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ১১ নম্বর ওভারের প্রথম বলে তাইজুলের ঘূর্ণিতে বোকা বনে যান ক্যারিবিয়ান ওপেনার কাইরন পাওয়েল। মাত্র ১৩ করে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে আসা শাই হোপকে মাত্র ১ রান করার সুযোগ দিলেন সাকিব। ১ রানে করে সাকিবের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

এরপর একই ওভারের শেষ বলে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান সাকিব। ১৩ রান করে সৌম্য সরকারের হাতে ধরা পড়ে ফিরে যান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন খেলার বিরতি।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান। সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রান করে বাংলাদেশ দল।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শুরুতে উইকেট হারালেও একপর্যায়ে ভালো অবস্থান তৈরি করে ব্যাটসম্যানরা। কিন্তু গ্যাব্রিয়েল শ্যাননের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। পরে মিরাজ, তাইজুল ও অভিষিক্ত নাইমের ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩১৫ রান করে প্রথম দিন শেষ করে। সর্বোচ্চ ১২০ রান করেছেন মুমিনুল হক। এছাড়া সাকিবের ব্যাট থেকে আসে ৩২ রান। ক্যারিবীয়দের পক্ষে ৬৯ রানে ৪ উইকেট পান গ্যাব্রিয়েল।

ম্যাচে ভালোমতই আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করার পরও দুর্দান্ত খেলছিলেন মুমিনুল। শ্যানন গ্যাব্রিয়েলের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ১৬৭ বলে খেলেছেন ১২০ রানে ঝকঝকে ইনিংস।

এরপরই বিদায় নেন মুশফিক। ভালো ব্যাটিং প্রত্যাশা ছিল তার কাছে। কিন্তু ৩ বলে মাত্র ৪ রান করতেই তাকে নিজের শিকার বানিয়ে ফেললেন গ্যাব্রিয়েল। এরপর মাহমুদুল্লাহ ও সাকিব আউট হন দ্রুত। ৩ উইকেটে ২২২ থেকে ৭ উইকেটে ২৩৫ রান হয়ে যায় স্কোর। মিরাজের সাথে জুটিতে আরো ২২ যোগ হয় স্কোরে।

৮ উইকেটে ২৫৯ রান হলে স্কোর ৩০০ হবেনা বলেই মনে হচ্ছিল। কিন্তু সেখান থেকে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন নাইম ও তাইজুল। দিনশেষে তাইজুল ৩২ ও নাইম ২৪ রানে অপরাজিত থাকেন।

প্রথম দিনের ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে অবশ্য বেশি দূর যেতে পারেনি তাইজুল-নাইম। মাত্র ৯ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ দল। সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রানে প্রথম ইনিংস শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২:০৪:২৭   ৪৭৫ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ