আঃ লীগের মনোনয়ন দেয়া হবে শুধুমাত্র জয়ী হয়ে আসতে পারবে এমন ব্যক্তিকেই,কোন ত্যাগী লোককে

Home Page » এক্সক্লুসিভ » আঃ লীগের মনোনয়ন দেয়া হবে শুধুমাত্র জয়ী হয়ে আসতে পারবে এমন ব্যক্তিকেই,কোন ত্যাগী লোককে
বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: ‘কোন ত্যাগী লোককে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না, মনোনয়ন দেয়া হবে শুধুমাত্র জয়ী হয়ে আসতে পারবে এমন ব্যক্তিকেই। রাষ্ট্রক্ষমতায় আবার নতুন করে আসার জন্য আসন দরকার, দলের জন্য একটা আসন উপহার দিতে পারবে এমন লোককেই মনোনয়ন দেয়া হবে, ত্যাগী লোককে নয়।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশগ্রহণ করে দৈনিক আমাদের নতুন সময় এর সম্পাদক নাঈমুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি একটা কৌশল হিসাবে সকল আসনে প্রার্থী দিচ্ছে। কারণ ৩০০ আসনের প্রার্থীরা বিএনপির ভোট কাটবে, এতে আওয়ামী লীগের সুবিধা হবে। এরশাদসহ কয়েকজন প্রার্থী জিতবে এবং বাকিরা বিএনপির ভোট কাটবে। কারণ জাতীয় পার্টি বিএনপি থেকে আসা লোকদের নিয়ে গঠন করা হয়েছে।

নাঈমুল ইসলাম খান এবারের নির্বাচন বিষয়ে বলেন, এবারের নির্বাচন সিরিয়াস নির্বাচন। আওয়ামী লীগে এবং বাকি সকল দলই নির্বাচনে জয়ী হবে এমন ব্যক্তিকেই মনোনয়ন দেবে। কারণ রাষ্ট্রক্ষমতায় আসার জন্য অবশ্যই আসন দরকার।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন বিষয়ে তিনি বলেন, বিএনপি বরাবরই সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। কারণ বিএনপির জন্মই হয়েছে সেনাবাহিনীর মধ্যে থেকে এবং খালেদা জিয়া ক্যান্টনমেন্টে থাকতেন তাই সেনাবাহিনীর অনেক কর্মকর্তা বিএনপিতে আছে। যার ফলে সেনাবাহিনীর প্রতি বিএনপির একটা আস্থা আছে।

অন্য এক প্রশ্নে জবাবে নাঈমুল ইসলাম খান বলেন, ‘বিএনপি গত কয়েক মাস যাবত তেমন কোন ভুল করছে না। এর মধ্যে অন্যতম হচ্ছে এতো প্রতিবন্ধকতা সত্ত্বেও বিএনপি নির্বাচনের মাঠে লেগে আছে। এগুলো বিএনপির ভুল না করার রেকর্ড অনেক উজ্জ্বল করছে। তাদের কোন দাবিই আওয়ামী লীগ মেনে নেয়নি, তারপরও তারা ভোটের মাঠে আছে।’

বদি এবং মাসুদ রানাকে মনোনয়ন না দেয়ার বিষয়ে তিনি বলেন, আব্দুর রহমান বদি এবং মাসুদ রানাকে মনোনয়ন না দেয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু বলেন নাই যে এই দুজন বিতর্কিত। ওবায়দুল কাদের বলেছেন এদের বিরুদ্ধে মামলা আছে তাই তাদের পরিবারের অন্য সদস্যকে মনোনয়ন দেয়া হবে। তবে এদের বিরুদ্ধে মামলা না থাকলে এই দুজন মনোনয়ন পেতেন।

বাংলাদেশ সময়: ১০:০৭:১৩   ৪২৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ