মঙ্গলবার রাতে একাই এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গণভবনে গেছেন

Home Page » এক্সক্লুসিভ » মঙ্গলবার রাতে একাই এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গণভবনে গেছেন
মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী হঠাৎ করেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে একাই ঢোকেন তিনি।

গণভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বদরুদ্দোজা চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী। তিনি বলেন, মঙ্গলবার রাতে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গণভবনে একাই গেছেন।

ধারণা করা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে বিকল্পধারা, সেই প্রসঙ্গে আলাপ আলোচনার জন্যই গণভবনে গেছেন বি চৌধুরী।

প্রসঙ্গত, ড. কামাল হোসেনের আহ্বানে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগে শুরু থেকে বিকল্পধারা থাকলেও শেষ পর্যন্ত মতদ্বৈততার কারণে তাদের বাইরে রেখেই গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট।

এরপর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের ঘোষণা দেয় বিকল্পধারা। তবে এই দুই দলের আসন সমঝোতার বিষয়ে এখনও কোনো খবর আসেনি।

জিয়াউর রহমান বিএনপি গঠনের সময় তার মহাসচিব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন তিনি।

এরপর দলের কোন্দলে তাকে রাষ্ট্রপতি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৫২   ৪৬৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ