বিএনপির প্রতীক ‘ধানের ছড়া’ নাকি ‌‘ধানের শীষ’, রিট দায়ের হাইকোর্টে

Home Page » প্রথমপাতা » বিএনপির প্রতীক ‘ধানের ছড়া’ নাকি ‌‘ধানের শীষ’, রিট দায়ের হাইকোর্টে
সোমবার, ১৯ নভেম্বর ২০১৮



প্রতীকি ছবি

বঙ্গ-নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্য বরাদ্দ ‘ধানের শীষ’ প্রতীকের নাম সংশোধন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। রিটে নির্বাচন কমিশন, বিএনপির মহাসচিবসহ সংশ্লিষ্ট ৬ জনকে বিবাদী করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোটের আইনজীবী মো. এইচ রশিদ এই রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী বলেন, ‘আবেদনটি দায়ের হয়েছে। এখন হাইকোর্টের কার্যতালিকায় এলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।’

হারুন উর রশীদ আরও বলেন, ‘‘বিএনপি যে প্রতীকে নির্বাচন করছে, তা ভুল। কারণ, তারা বলছে, ‘ধানের শীষ’ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে ‘ধানের ছড়া’। অর্থাৎ ছবির সঙ্গে প্রতীকের নামের কোনও মিল নেই। ধানের শীষ আর ধানের ছড়া একই ধরনের না। বিএনপির প্রতীক হচ্ছে ধানের ছড়া। তাই তাদের প্রতীক ঠিক থাকবে কিন্তু ধানের শীষের পরিবর্তে লিখতে হবে ধানের ছড়া।’’

বিএনপি এর আগেও কয়েকবার ক্ষমতায় ছিল উল্লেখ করে হারুন উর রশীদ আরও বলেন, ‘সে সময় তারা প্রতীক বা প্রতীকের নাম সংশোধন করেনি। এটা তাদের ভুল ছিল। ১৯৯১ সালে আমি এই ভুলটি তাদের দৃষ্টিগোচর করলেও তারা সংশোধন করেনি। তাই প্রতিকার চেয়ে নড়াইলের এক বাসিন্দার পক্ষে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আমি আইনজীবী। আমার কোনও রাজনৈতিক পরিচয় নেই। আমি এবং আমার মক্কেল কোনও রাজনীতি করি না। কাছে মামলার ফাইল না থাকায় এ মুহূর্তে রিটকারীর নাম বলা সম্ভব হচ্ছে না। এই রিটের পর বিএনপির প্রতীকের নাম আসন্ন জাতীয় নির্বাচনে করতে হবে, এমন নয়।’ চাইলে নির্বাচনের পরেও নাম পরিবর্তন করতে পারে বলে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৭   ১৪৭০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ