বংশীকুন্ডায় হাসুস’র ৫০তম সাহিত্য আড্ডা ও বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Home Page » বিবিধ » বংশীকুন্ডায় হাসুস’র ৫০তম সাহিত্য আড্ডা ও বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮



“বংশীকুন্ডায় হাসুস’র ৫০তম সাহিত্য আড্ডা ও বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত”স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডায় আজ শুক্রবার বেলা ৩.০০ ঘটিকায় কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারে হাওর সাহিত্য উন্নয়ন সংস্থা(হাসুস) বাংলাদেশ’র ৫০তম সাহিত্য আড্ডা ও কেন্দ্রীয় হাওরসাহিত্য গণপাঠাগারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।হাসুস’র কেন্দ্রীয় সভাপতি ও পাঠাগারে প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থাপনা করেন পাঠাগারের আজীবন সদস্য মোঃ সামিউল ইসলাম রাজীব।অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন ডাঃ গোপাল কৃষ্ণ সরকার,বাউল কবি সুধীর রঞ্জন সরকার,হাসুস’র সহসভাপতি পারভীন আক্তার পান্না,সহসভাপতি ও সাংবাদিক আল-আমিন আহমেদ সালমান,পাঠাগারেরর আজীবন বন্ধু মামুন হোসেন।অনুষ্ঠানের শুরুতেই পাঠাগারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এতে ১ম ও দ্বিতীয় স্থান অর্জন করে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী রেবেকা আক্তার ও মনিরুপা,তৃতীয় স্থান অর্জন করে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিদওয়ান হাসান।বিজয়ী তিনজনকে বই পুরস্কার দেয়া হয় এবং অংশ গ্রহনকৃত সকল প্রতিযোগিকে পাঠাগারেরর আজীবন বন্ধু মামুন হোসেন’র পক্ষ থেকে একটি করে কলম উপহার দেয়া হয়।গান,কবিতায় অংশ গ্রহন করে সুইটি বিশ্বাস,জুঁই সরকার,তৃণা সরকার,তমা চক্রবর্তী,ইভা সরকার, মনিরুপা,আরিফা আক্তার,লিজামনি,নাদিরা আক্তার,রেবেকা আক্তার,হালিমা আক্তার,আকিমা আক্তার,সোনিয়া আক্তার,চাঁদ মিয়া,রিদওয়ান,শাহজামাল,সুজ্জল মিয়া,ফাজায়েল মিয়া,আমিরুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০:২২:৩১   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ