টেলিভিশনের স্কিনে দেখলাম হঠাৎ করে লাঠির সমাহার ,পত্রিকাতেও এসেছে:আরেফিন সিদ্দিক

Home Page » প্রথমপাতা » টেলিভিশনের স্কিনে দেখলাম হঠাৎ করে লাঠির সমাহার ,পত্রিকাতেও এসেছে:আরেফিন সিদ্দিক
শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮



ফাইল ছবি   বঙ্গ-নিউজ: গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের সময় হঠাৎ করে লাঠির সমাহার নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি টক-শো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, ‘পুলিশ বলেছে কোন রকম উস্কানি ছিল না। তাদের উপর আক্রমণ করা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে এবং তারপর তারা আক্রমণ করেছে।

যেটাই হোক, যেদিক থেকেই শুরু হোক, ঘটনাটা খুব দুঃখজনক। পুলিশের আক্রমণ আমরা অনেকসময় দেখেছি। তাৎক্ষণিভাবে প্রতিক্রিয়াও হয়, পুলিশের উপর ঢিল ছোড়া হয়। কিন্তু হঠাৎ করে এতগুলো লাঠির সমাহার টেলিভিশনের স্কিনে দেখলাম, পত্রিকাতেও এসেছে।’

‘পুলিশের গাড়িতে শুধু আগুন দেওয়া না, সে গাড়ির ওপর উঠে নাচানাচি। বোঝাই যাচ্ছে, এখানে পূর্ব প্রস্তুতি ছিল কারো না কারোর। সেটা কি বিএনপির পক্ষ থেকে হয়েছে নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ এরকম পরিস্থির সৃষ্টি করতে চেয়েছে, সে কারণে এখন যেটা দরকার, নির্বাচন কমিশনকে অতি দ্রুত তদন্ত কমিটি করে দেখা, কারা এ কাজটি করেছে, বলেন তিনি।

একই অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় আমরা দেখেছি দুজন মারা গেছে। এটাই সবাই জানেন, খবর হয়েছে। যিনি আসামী তাকে ধরা হয়েছিল। নুন্যতম সময়ে তাকে জামিন দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিশেষ করে আওয়ামী লীগের সময়ে একটা জিনিস লক্ষ্য করছি, হুকুমের আসামী বলে একটা জিনিস নতুনভাবে আমদানী করা হয়েছে। এই যে প্রবণতা, এই প্রবণতার ফলে এখন একরকমভাবে একপক্ষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, দিন বদল হলে অন্যপক্ষ ঠিক সমানভাবে ক্ষতিগ্রস্থ হবে। তখন আর আপনি পালানোর কোনো পথ পাবেন না। আপনিও হুকুমের আসামী হিসেবে দাঁড়িয়ে যাবেন।’

বাংলাদেশ সময়: ২০:১০:১৭   ৪১৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ