পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা, গ্রেফতার ৫০

Home Page » জাতীয় » পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা, গ্রেফতার ৫০
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আশা দলটির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থক ও দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের ওপর হামলা ও দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন, এসব মামলায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর, সরকারি কাজে বাধার অভিযোগে এসব মামলা হয়েছে।

ওসি আরও জানান, মামলাগুলোতে বিএনপি নেতা মির্জা আব্বাসকেও আসামি করা হয়েছে।

এ ঘটনায় বিএনপিকে দায়ী করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিডিও দেখে পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে বলেছেন, নয়াপল্টনে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগকর্মীরা হেলমেট পরে হামলা করেছে। নির্বাচনের কর্মসূচিকে বানচাল করা, নির্বাচনকে বানচাল করতেই পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, এ ঘটনায় রাতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নয়াপল্টনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৩০ জনকে সনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৪ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১০:২০:৩৮   ৩৬১ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ