মোবাইলের মাধ্যমে তেলাপোকা নিয়ন্ত্রণ!

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » মোবাইলের মাধ্যমে তেলাপোকা নিয়ন্ত্রণ!
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



mobile-300x164.pngবঙ্গ- নিউজ ডটকমঃ তেলাপোকা দেখে অনেকেই আঁতকে ওঠেন তবে এবার এই আঁতকে ওঠার দিন শেষ। এবার হাতের মোবাইল ফোনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে তেলাপোকাকে। অবশ্য সেটি নিছক তেলাপোকা হবে না, হবে সায়েন্স ফিকশনে দেখা যন্ত্রপোকা!যুক্তরাষ্ট্রের মিশিগানের কিকস্টার্টারের সহায়তায় ব্যাকইয়ার্ড ব্রেইনস নামে একদল গবেষক রবোট ও ককরোচের সমন্বয়ে এই রবোরোচ তৈরি করেছেন।

তেলাপোকা তাদের দীর্ঘ শুঁড়ের মাধ্যমে অনুভব করতে পারে আশেপাশের পরিবেশকে। এ শুঁড় কোনও বস্তুকে স্পর্শ করা মাত্র তার সংকেত চলে যায় তেলাপোকার মস্তিষ্কে, যার ফলে সেটি বুঝতে পারে যে সামনে বাধা আছে।

তেলাপোকার এই প্রাকৃতিক চলাচল পদ্ধতিকেই রবোরোচে কাজে লাগিয়েছেন গবেষক দল। তারা সার্জারির মাধ্যমে তেলাপোকার শুঁড়ে একটি বৈদ্যুতিক উদ্দীপক বসিয়ে দিয়েছেন এবং তেলাপোকার ছয়টি পায়ের একটি অপসারণ করতে হয়েছে। এরপর এর পিঠে একটি ‘ব্যাকপ্যাক’ বসিয়ে দিয়েছেন, যা ওই উদ্দীপক যন্ত্র থেকে স্মার্টফোনে সিগন্যাল পাঠাবে। ফলে ব্যবহারকারীরা অ্যাপটি চালু করে স্ক্রিনের বিভিন্ন দিকে স্পর্শ করে পোকাটিকে চলাচলের নির্দেশ দিতে পারবেন। রবোরোচ সেই নির্দেশিত দিকেই হাঁটবে।

গবেষকরা জানান, ফোনের স্ক্রিনের স্পর্শ করার সাথে সাথে যন্ত্রের মাধ্যমে সিগনাল চলে যাবে তেলাপোকার মস্তিষ্কে, যার ফলে তার মনে হবে সামনে কোনো বাধা আছে।

তিন বছরের গবেষণা ও ১১ বার পুনরাবৃত্তির পর এ প্রজেক্ট সাফল্যের মুখ দেখলো। নিউরোজইক্যাল গবেষণার জন্য এটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যাকইয়ার্ড ব্রেইনসের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৪   ৬০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ