হেরেও জিতে গেল ইতালি

Home Page » খেলা » হেরেও জিতে গেল ইতালি
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



italyvsjapanconfederationscupliveblog3aazzurritakeonbluesamurai-300x208.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ফিফা কনফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচে হারতে হরতে জিতে গেল ইতালি। প্রথমার্ধে ইতালি ২-১ গোলে পিছিয়ে থাকলেও ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় জাপান ৩-ইতালি ৪। এর ফলে সেমিফাইনাল নিশ্চিত করেছে আজ্জুরিরা। আর প্রতিযোগিতাকে বিদায় দিতে বাধ্য হচ্ছে নীল সামুরাইরা।২১ মিনিটি পেনাল্টি কিক থেকে জাপানকে গোল এনে দিয়ে এগিয়ে নেন হোন্ডা। এর ১২ মিনিটের মাথায় ইতালির জালে ফের বল পাঠিয়ে দেন জাপানের স্টাইগার কাগাওয়া।

ইতালি বিরতির একটু আগেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে নীল সামুরাইয়ের ওপর। গোল করেন ৪১ মিনিটে। দুর্দান্ত এক হেডে জাপানের গোলরক্ষককে পরাস্থ করেন ড্যানিয়েল রোসি।

বিরতির পরও ইতালির থাবা থেকে নিজেদের রক্ষা করতে পারেনি জাকেরনির শীর্ষরা। ইতালির তারকা খেলোয়াড় বালোতেল্লি ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল পান। আর এ গোলের মাধ্যমে এগিয়ে যায় ইতালি। কেননা এরআগে ৫০ মিনিটে জাপানের উচিদা আত্নঘাতি গোল করেন।

তবে ৬৯ মিনিটে আবারও সমতায় ফেরে পাল্টা প্রতিরোধ দেয়ার চেষ্টা করেছিল বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া থেকে সবার আগে ব্রাজিলের টিকিট নিশ্চিত করা জাপান। কিন্তু ৮৬ মিনিটে ফের ৪-৩ ব্যবধান করে ইতালি। ইতালির এ জয়সূচক গোলের নায়ক সেবাস্তিয়ান গিয়োভিনকো।

এরমধ্য দিয়ে প্রথমবারের মতো কনফেডারেশনস কাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো প্রানদেল্লির শীর্ষরা।

এরআগে, তিন ম্যাচের দুটিতেই হারল জাপান। এর আগে ১৫ জুন উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের কাছে হারে জাপান। ২২ জুন মেক্সিকোর বিপক্ষে কনফেডারেশন কাপের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে জাপান। উল্লেখ্য, মেক্সিকোও নিজের প্রথম দুই ম্যাচে হেরেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২৪   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ