জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ নাসিম

Home Page » জাতীয় » জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোহাম্মদ নাসিম
রবিবার, ১১ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার( ১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো অভিযোগ ছাড়া স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পেছানো নির্বাচন কমিশনের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের সমন্বয়ক হিসেবে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটাই হওয়া উচিত। কার অধীনে নির্বাচন হবে তা বড় কথা নয়। নির্বাচন ফেয়ার হলো কিনা সেটাই বড় কথা। প্রধানমন্ত্রী বলেছেন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে নির্বাচন হবে।’

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।

রবিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগেই সাংবাদিকদের লিখিত বক্তব্য হস্তান্তর করা হয়েছে। এতে নির্বাচন এক মাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি করা হয়েছে।

ড. কামাল হোসেন দেশবাসীকে ঐক্যফ্রন্টের অধীনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪৪   ৪৭৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ