কওমি মাদ্রাসা ও দিল্লির মাওলানা সাদ সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ১০ জন আহত

Home Page » এক্সক্লুসিভ » কওমি মাদ্রাসা ও দিল্লির মাওলানা সাদ সমর্থকদের মধ্যকার সংঘর্ষে ১০ জন আহত
শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে তাবলিগ জামায়াতের দুই গ্রুপে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কওমি মাদ্রাসা ও দিল্লির মাওলানা সাদ সমর্থকদের মধ্যকার এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কওমি মাদ্রাসা ও মাওলানা সাদ সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকালে বিরাসার এলাকার মার্কস মসজিদের ঢুকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়। এ ঘটনায় উত্তাপ ছড়িয়ে পড়ে উভয়পক্ষের মধ্যে।

এক পর্যায়ে সন্ধ্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত ব্যক্তিরা হলেন, বেলাল হোসেন (২৪), শহীদুল ইসলাম (৬০), রমজান (৪৪), নজরুল (১৮), আব্দুল হাই (৪৫) সানাউল্লাহ্ (২৭), শাহ্ আলম (৩৫), আব্দুল্লাহ (২২), সোহেল (২৫), আবু ইউসুফ (১৯)।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫১   ৪৮০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ