‘স্যাটেলাইট বঙ্গবন্ধু-১’ এর নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিয়েছে থাইল্যান্ড !

Home Page » এক্সক্লুসিভ » ‘স্যাটেলাইট বঙ্গবন্ধু-১’ এর নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিয়েছে থাইল্যান্ড !
শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮



ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজ: স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিয়েছে।

শুক্রবার(৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) কার্যালয়ে এক হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেয়া হয়।

চলতি বছরের ১১ মে স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটির নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এটির ইন অরবিট টেস্ট (আইওটি)সহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সবই সম্পন্ন হয়েছে।

এ স্যাটেলাইটটির মাধ্যমে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করার পরীক্ষা, দুবাইতে এশিয়াকাপ ক্রিকেটের সম্প্রচারসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সফল ভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ টেলিভিশন।

এছাড়া অন্য কয়েকটি বেসরকারি টেলিভিশনের সঙ্গেও বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিসিএসসিএল স্যাটেলাইটটিকে ব্যবসায়িকভাবে সফল করতে ইতোমধ্যে থাইল্যান্ডের কোম্পানি থাইকমের সঙ্গে চুক্তি করেছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যবসার দিকটি তারাই দেখাশুনা করবে।

এখন পর্যন্ত স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে সরকারের খরচ হয়েছে দুই হাজার ৭৬৫ কোটি টাকা।

উৎক্ষেপণকারী সংস্থা বিটিআরসি আশা প্রকাশ করেছে, আগামী সাত বছরের মধ্যে এ খরচ উঠে আসবে।

এদিকে, সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এ স্যাটেলাইট থেকে সংযোগ নিতে আগ্রহ দেখিয়েছে।

এছাড়া, ৪৫ মন্ত্রণালয় ও বিভাগকে কোম্পানির পক্ষ থেকে সেবা নিতে চিঠি দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:১৬   ৩৪৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ