আজকের সংলাপে গণভবনে যাচ্ছেনা না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

Home Page » এক্সক্লুসিভ » আজকের সংলাপে গণভবনে যাচ্ছেনা না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন
বুধবার, ৭ নভেম্বর ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বুধবারের (৭ নভেম্বর) সংলাপে গণভবনে যাচ্ছেনা না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে ড. কামাল হোসেনের শরীর কিছুটা খারাপ হয়ে পড়েছে বলে জানা যায়।

ঐক্যফ্রন্টের একটি সূত্র জানিয়েছে, এ কারণে আজ বুধবার (৭ নভেম্বর) ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংলাপে যেতে পারছেন না।

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গত মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ড. কামাল হোসেন এর শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তাহলে তিনি সংলাপে যাবেন।

আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশগ্রহণের জন্য ঐক্যফ্রন্ট যে ১১ জনের তাম চূড়ান্ত করেছে সেখানে ড. কামাল হোসেনের নাম রয়েছে। ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন সংলাপে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছিলেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঐক্যফ্রন্টের সংলাপে যারা উপস্থিত থাকছেন তারা হলেন- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহ‌মদ, গণফেরামের মহাসচিব মোস্তফা মহ‌সিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

ঐক্যফ্রন্টের নেতারা ঘোষণা দিয়েছেন আজকের সংলাপের তাদের দাবি মানা না হলে আন্দোলন শুরু করবে এই জোট।

এর আগে গত ১ নভেম্বর এই জোটের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথম দফা সংলাপ করেন।

প্রথম দফা সংলাপে গুরুত্বপূর্ণ দাবি মেনে না নেয়ায় ফের স্বল্প পরিসরে সংলাপ চেয়ে গত রোববার প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠান ড. কামাল হোসেন।

উলেল্খ্য, ১ নভেম্বর সংলাপে ঐক্যফ্রন্টের ২০ নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টার সেই সংলাপে আশানুরূপ ফলাফল আসেনি।

বাংলাদেশ সময়: ৯:১৬:০১   ৪০৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ