সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ বিশ্বের সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে !

Home Page » এক্সক্লুসিভ » সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ বিশ্বের সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে !
রবিবার, ৪ নভেম্বর ২০১৮



 

 

ফাইল ছবি

স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: বিশ্বের সেরা ছবির তালিকায় স্থান পেয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’। একমাত্র ছবি হিসেবে বিশ্বের সেরা একশত ছবির তালিকায় স্থান করে নিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’। ৪৩টি দেশের ২০০ সমালোচকের ভোটের ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে বিবিসি।

৬৩ বছর পেরিয়ে গিয়েও বিশ্বের তালিকায় জায়গা করে নিয়েছে অপু-দুর্গা আর তাদের নিশ্চিন্দিপুরের গল্প।‘ ছবিটি পেয়েছে ‘চিরন্তন ক্লাসিক’ খ্যাতি।

সেখানে ২৪টি দেশের ৬৭ জন পরিচালকের ১৯টি ভাষার ছবি স্থান পেয়েছে। তার মধ্যেই রয়েছে মানিকবাবুর এই অদ্বিতীয় কীর্তি। ‘পথের পাঁচালি’ রয়েছে ১৫ নম্বরে।

প্রথম স্থান অধিকার করেছে আকিরা কুরোসওয়ার ‘সেভেন সামুরাই’। তবে ‘ওয়াইল্ড স্ট্রবেরিজ’ ও ‘ব্যাটেলশিপ পোটেমকিন’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিযেছে ‘পথের পাঁচালি’।

সত্যজিৎ রায়ের সঙ্গে তালিকায় রয়েছে ইঙ্গমার বার্গম্যান, ফেদরিকো ফেলিনি, সের্গেই আইজেনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত পরিচালকের নাম।

সত্যজিৎ রায়ের প্রথম ছবি ছিল ‘পথের পাঁচালি’। প্রথম ছবিতেই প্রচুর বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। ছবির জন্য হিরো থেকে বেরিয়ে অভিনেতা খুঁজেছিলেন তিনি। তার জন্য টালিগঞ্জের পেশাগত অভিনেতাদের বাইরেও সন্ধান করেছিলেন। তারই ফলশ্রুতি ইন্দির ঠাকরুন ও অপু।

আবহসংগীত নিয়েও তিনি পরীক্ষা চালিয়েছিলেন। আগাগোড়া হিন্দুস্তানী ক্লাসিকের সুর মূর্ছনায় ছবিটি সাজিয়েছিলেন পণ্ডিত রবিশংকর। কিন্তু অর্থ এই দুই কিংবদন্তি শিল্পীকে সমস্যায় ফেলেছে বারবার। কতবার যে ছবির শুটিং বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত ১৯৫৫ সালে ছবিটি মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ৯:০৬:১১   ৪৯০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ