ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দকযুদ্ধে’ দুই যুবক নিহত

Home Page » এক্সক্লুসিভ » ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দকযুদ্ধে’ দুই যুবক নিহত
শনিবার, ৩ নভেম্বর ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালী থানা এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ ময়মনসিংহের মুক্তাগাছা ও সদর উপজেলায় আবদুল্লা হেল কাফি (৩১) ও আলমগীর হোসেন গুতু (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। কাফি ফুলবাড়ীয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান ছেলে ও আলমাগীর নগরীর কালিবাড়ী রোডের পুরাতন গুদারাঘাট এলাকার ইব্রাহিমের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, কাঁঠালিয়া ঝলই ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। তখন পুলিশ আত্নরক্ষার্থে গুলি চালায়।

অন্যদিকে দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর সাহেব কাচারী বাজার বিসমিল্লাহ হ্যাচারী সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের ওসির নেতৃত্বে ডিবির আরও একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।

এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে ঢিল ছুড়ে ও গুলি করে।

তখন পুলিশও আত্নরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আলমাগীরকে পাওয়া যায়।

এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও দুটি গুলির খোসা পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে নিহতদের বিরুদ্ধ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান শাহ মো. কামাল আকন্দ।

বাংলাদেশ সময়: ১০:৩৩:৪৬   ৫২৭ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ