ইভিএম ব্যবহারের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অধ্যাদেশ জারি

Home Page » জাতীয় » ইভিএম ব্যবহারের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অধ্যাদেশ জারি
বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অধ্যাদেশ জারি করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) রাতে এ অধ্যাদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর পর রাতেই অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।
 
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ  বলেন, ‘ওভার ফোনে জানতে পেরেছি রাষ্ট্রপতি আরপিও সংশোধনের অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। এখনো গেজেট পাইনি।’
 
স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের আইন থাকলে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইন ছিল না। এই অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কমিশন সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের আইনি ভিত্তি পেল।
 
বেশ কয়েক মাস আগেই আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কয়েকদিন আগে এটি মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেয়। সংসদের মেয়াদ অল্প থাকায় এটি অধ্যাদেশ আকারেই আসল।
 
আইন না থাকলেও ইভিএম ব্যবহারের প্রস্তুতি বেশ কয়েক মাস ধরেই এগিয়ে নিচ্ছিল নির্বাচন কমিশন। যার ধারাবাহিকতায় সংসদ নির্বাচনের আগেই আসছে ৮০ হাজার ইভিএম। এ পরিমাণ মেশিন দিয়ে ১০ শতাংশ কেন্দ্রে ভোটগ্রহণ করা যাবে।
 
তবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, আমরা যদি তিনশ আসনেও ইভিএম ব্যবহার করতে চাই, তবে আমাদের সক্ষমতার প্রয়োজন আছে। এক্ষেত্রে লোকবল, প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে ভাবতে হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা গণমাধ্যমকে বলেছেন, সবার মতামতের ভিত্তিতেই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
 
অধ্যাদেশে ইভিএম ব্যবহার ছাড়াও অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ সৃষ্টি, ঋণখেলাপিদের মনোনয়নপত্র দাখিলের আগ পর‌্যন্ত ঋণ পরিশোধের ‘সুযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৫০   ৪১০ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ