তবে সাকিব এর তাঁর মাঠে ফেরা নির্ভর করছে আঙুলের সংক্রমণ কখন পুরোপুরি সারে তার ওপর

Home Page » এক্সক্লুসিভ » তবে সাকিব এর তাঁর মাঠে ফেরা নির্ভর করছে আঙুলের সংক্রমণ কখন পুরোপুরি সারে তার ওপর
সোমবার, ২২ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ       আমিরাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে চান সাকিব আল হাসান।

আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। তাঁর মাঠে ফেরা নির্ভর করছে আঙুলের সংক্রমণ কখন পুরোপুরি সারে তার ওপর। তবে সাকিব আগামী ডিসেম্বরে আরব আমিরাতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়ে রেখেছেন

আঙুলের চোটের কারণে বেশ কিছু দিনের জন্যই ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। অস্ট্রেলিয়াতে আঙুলের চিকিৎসা করিয়েছেন। নিজেই জানিয়েছিলেন অন্তত তিন মাস লেগে যেতে পারে তাঁর সেরে উঠতে। সে কারণেই হয়তো ডিসেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠেয় এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি চেয়েছেন এই অলরাউন্ডার।

ইউএই টি-টোয়েন্টিএক্স নামের এই টুর্নামেন্ট খেলার জন্য ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব। তবে বিসিবি সেই অনুমতি দেবে কি না, সেটি সময়ই বলে দেবে। বিশেষ সূত্র জানিয়েছে, সাকিবকে এই টুর্নামেন্টে খেলার অনুমতি দিতে চায় না বিসিবি।

সাকিব নিজেও আলাপকালে বিসিবির কাছে আবেদন করার কথা জানিয়েছেন, ‘আমি বোর্ডের কাছে আমিরাতের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য অনুমতি চেয়েছি।’

গত জানুয়ারি মাসে আঙুলের চোটে পড়েন সাকিব। গত এশিয়া কাপের সময় সেই চোট গুরুতর আকার ধারণ করে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই তিনি দেশে ফিরে আসেন। ঢাকায় তাঁর একটি জরুরি অস্ত্রোপচার হয়। সেখান থেকে তিনি যান অস্ট্রেলিয়ায়। গত সপ্তাহে দেশে ফিরে তিনি জানান, তাঁর ক্রিকেটে ফেরা পুরোপুরিই নির্ভর করছে কত দ্রুত তাঁর আঙুলের সংক্রমণ সারে, তার ওপর। আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলার ইঙ্গিত অবশ্য দিয়েই রেখেছেন সাকিব।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৪   ৫৫৩ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ