আফগানিস্তানে তালেবান হামলায় চার মার্কিন সেনা নিহত

Home Page » বিশ্ব » আফগানিস্তানে তালেবান হামলায় চার মার্কিন সেনা নিহত
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



743-437856-88-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে জঙ্গি হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছেন। তালেবান বাহিনী এ হামলার দায় স্বীকার করেছে।আমেরিকা কাতারের দোহায় তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনার ঘোষণা দেয়ার পর মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটল।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমান ঘাঁটিতে তালেবান সদস্যরা আকস্মিকভাবে হামলা চালালে এ চার সেনা নিহত হয়।

উল্লেখ্য, রাজধানী কাবুলের কাছে অবস্থিত বাগহাম মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি।

এদিকে আমেরিকা বৃহস্পতিবার কাতারের দোহায় তালেবানদের সঙ্গে আলোচনায় বসছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার মূল বিষয় থাকবে বন্দি বিনিময়। তবে এর সঙ্গে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে।

এই বৈঠক হবে কাতারে, যেখানে তালেবানরা ইতিমধ্যেই একটি কার্যালয় খুলেছে।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, তার সরকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল তারে পাঠাবে তালেবানের সঙ্গে আলোচনার জন্য।

এর আগে, ন্যাটো মঙ্গলবার কাবুলে এক অনুষ্ঠানের মাধ্যমে আফগানিস্তানে সামরিক কার্যক্রমের নিয়ন্ত্রণের দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনী কাছে হস্তান্তর করেছে।

তবে আফগান বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতার জন্য এলাকাগুলোর দায়িত্ব হস্তান্তরের পরও ২০১৪ সাল পর্যন্ত দেশটিতে ন্যাটো সেনা থাকবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১:০০:৩০   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ