বন্যার কবলে তাজমহল

Home Page » বিশ্ব » বন্যার কবলে তাজমহল
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



agra.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ টানা বৃষ্টিপাত ও ভূমিধসে বন্যার আশংকা দেখা দিয়েছে তাজমহলের শহর আগ্রায়। টানা বৃষ্টিপাত ছাড়াও বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ার ফলে আগ্রায় বন্যার সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে যমুনা নদীর পার্শ্ববর্তী এলাকা থেকে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। সেচ দফতরকেও নদীর পানি যাতে বিপদ সীমার ওপর দিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। উত্তরপ্রদেশ সেচ দফতরকে জানানো হয়েছে আগ্রা, মথুরা, বৃন্দাবন সলগ্ন এলাকায় যমুনা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি অবস্থান করছে।
পানি-কাদাতে ঢেকে গিয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রবিত্র তীর্থস্থান কেদারনাথে মন্দির। হিমালয়ের চর ধামসহ চারটি তীর্থ স্থানে প্রায় ৭১ হাজার পর্যটক আটকে পড়েছে। সেনাবাহিনীকে নামানো হয়েছে তীর্থযাত্রী ও সাধারণ মানুষকে উদ্ধার করতে। একই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দলকে নামানো হয়েছে। সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টারকেও উদ্ধারকার্যে সাহায্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে বলেছেন আটকেপড়াদের উদ্ধার এবং দুর্গতদের কাছে খাবার পৌঁছে দেয়া অতি দ্রুততার সঙ্গে করা হচ্ছে। এদিকে আরও ভয়ংকর হয়ে উঠেছে উত্তর ভারতের বন্যা পরিস্থিতি। বৃষ্টি, ধস ও হড়কা বানে কমপক্ষে একশ’ একত্রিশজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে উত্তারাখণ্ডেই প্রাণ হারিয়েছেন ১০২ জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাখণ্ডের রুদ্রপয়াগ। সেখানে ৭৩টিরও বেশি বাড়ি ভেঙে পড়েছে। হড়কা বানে ক্ষতিগ্রস্ত কেদারনাথের মন্দির। কেদার নাথ থেকে পঞ্চাশটিরও বেশি মৃতদেহ পাওয়া গেছে। এখনও ৫০০ জনের খোঁজ মেলেনি। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীর পাঁচ হাজার জওয়ান। নামানো হয়েছে বারোটি হেলিকপ্টার। মোট ৬০০০ মানুষ আটকে আছেন উত্তরাখণ্ডে। এদের মধ্যে ১৭০০ জন পশ্চিম বাংলার। এখনও নিখোঁজ বহু মানুষ।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৩৫   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ