যুবরাজ সিনেমাও দেখবেন, দাদার মতো ছড়িও ঘোরাবেন নানা বিষয় নিয়ে কথা বলেন খাশোগি

Home Page » আজকের সকল পত্রিকা » যুবরাজ সিনেমাও দেখবেন, দাদার মতো ছড়িও ঘোরাবেন নানা বিষয় নিয়ে কথা বলেন খাশোগি
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ বাদিক জামাল খাশোগি বাক স্বাধীনতার পক্ষে সরব ছিলেন আমৃত্যু। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ‘কর্তৃত্বপরায়ণ শাসনের’ বিরুদ্ধেও ছিল তাঁর একই অবস্থান। তাঁর সর্বশেষ সাক্ষাৎকারেও ঘুরেফিরে বারবার এসেছে এই বিষয়গুলো। গতকাল শনিবার সৌদি আরবের পক্ষ থেকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের ভেতরে তাঁর মৃত্যু নিশ্চিত করার পর পরই এই সাক্ষাৎকারটি প্রকাশ করে নিউজউইক।

সাক্ষাৎকারে অফ দ্য রেকর্ড সৌদি নেতৃত্বের নানা বিষয় নিয়ে কথা বলেন খাশোগি। জানান, নিজেকে ‘বিরোধী’ মনে করেন না তিনি। তবে ‘একটি উন্নত সৌদি আরব’ চান। খাশোগি বলেন, ‘আমি ক্ষমতাসীনদের ছুড়ে ফেলে দিতে বলছি না। কারণ আমি জানি, সেটা সম্ভব নয়, ঝুঁকিপূর্ণও বটে। আর তা ছাড়া তাদের ক্ষমতাচ্যুত করার মতোও কেউ নেই। আমি ক্ষমতাসীনদের সংস্কার চাই।’

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনের থাকা জামাল খাশোগি প্রিন্স বিন সালমানকে ‘পুরনো ধ্যানধারণার উপজাতীয় নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘সৌদি আরবের দরিদ্র মানুষের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। মাঝেমধ্যে আমার মনে হয়, তিনি উন্নত বিশ্বের আধুনিকতা, সিলিকন ভ্যালি, সিনেমা এবং অন্য সব সুবিধা পেতে চান আবার তাঁর দাদা যেভাবে সৌদি আরব শাসন করে গেছেন সেভাবে ছড়িও ঘোরাতে চান। তিনি এখনো মানুষকে দেখতে পান না। যখন তিনি মানুষকে দেখতে পাবেন তখন সত্যিকারের সংস্কার শুরু হবে।’

খাশোগি বলেন, ‘উপযুক্ত উপদেষ্টারও’ ঘাটতি রয়েছে প্রিন্স বিন সালমানের। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগি আরো বলেন, ‘তিনি চাইছেন তাঁর চারপাশে আবর্তিত হোক সৌদি আরব। এমন একটি সৌদি আরব, যা মুহাম্মদ বিন সালমানের মনমতো হবে।’

খাশোগি যুবরাজের দুই সহকারী ক্রীড়া বিষয়ক প্রধান তুর্কি আল-শেইখ ও বরখাস্তকৃত গণমাধ্যম উপদেষ্টা সৌদ আল-কাহতানিকে খুবই ‘হিংস্র’ হিসেবে অভিহিত করেন।

খাশোগি আরো বলেন, ‘মানুষ তাঁদের (সৌদি রাজপরিবারের সদস্যদের) ভয় পায়। আপনি তাঁদের চ্যালেঞ্জ করতে যান, কারাগারে নিক্ষিপ্ত হবেন। এমন বহুবার হয়েছে।’

খাশোগিকে শেষবার দেখা গেছে, ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের সামনে। তাঁর অন্তর্ধানকে রহস্য বলা হলেও শুরু থেকেই তুরস্কের কর্মকর্তারা দাবি করে আসছেন, কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে তাঁকে। এ বিষয়টি নিয়ে বহু প্রমাণও উপস্থাপন করা হয়েছে তুর্কি গণমাধ্যমে।

খাশোগির ঘটনা এ যাবৎকালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় সংকটে ফেলে দিয়েছে সৌদিদেরকে। তীব্র চাপে গতকাল তারা স্বীকার করতে বাধ্য হয় যে কনস্যুলেটের ভেতরেই খুন হন খাশোগি। নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবকে বশে রাখতে এই আন্তর্জাতিক চাপের কথাই বলছিলেন খাশোগি, ‘এটাই এখন আমাদের একমাত্র আশা।’

নিজের জীবন দিয়ে সেই আশা বাস্তবায়িত হওয়ার সমম্ভাবনাকেই জোরদার করে গেলেন খাশোগি।

বাংলাদেশ সময়: ১২:৩১:২৭   ৩৮৬ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ