দেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Home Page » আজকের সকল পত্রিকা » দেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



 বঙ্গ-নিউজঃ

দেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা হয়। সকালে শহীদ মিনারে সকাল থেকে দুপুর পর্যন্ত আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণ শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়। শিল্পী, নাট্যকার, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ আইয়ুব বাচ্চুর জানাজায় অংশ নেন।
আইয়ুব বাচ্চুর জানাজার নামাজ পড়ান হাইকোর্ট মসজিদের ইমাম আবু সালেহ সাইফুল্লাহ। বিএনপির ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল নোমান, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শিল্পী ফকির আলমগীর, নকীব খান, চিত্রনায়ক সায়মন, গায়ক বিপ্লব, খালেদ, কবির বকুল, অন্তর শো বিজের পরিচালক স্বপন চৌধুরীসহ হাজার হাজার লোক জানাজায় অংশ নেন।
জানাজায় আইয়ুব বাচ্চুর ছোট ভাই এরফান চৌধুরী বলেন, আইয়ুব বাচ্চু সব সময় মানুষকে সাহায্য করতেন। সাধারণ মানুষকে তিনি ভালোবাসতেন। পরিবারের প্রতি তার অগাধ ভালোবাসা ছিলো। তিনি গান শেষে সব সময় সকলের উদ্দেশ্যে বলতেন আপনারা সবাই মায়ের কোলে ফিরে যান। তিনি বলেন, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। জানাজা অনুষ্ঠানের আগে ভক্তদের ভিড়ের কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেগ পেতে হয়।
জানাজায় অংশ নিতে মিরপুর থেকে আসা তপন নামের এক ভক্ত জানান, মেনে নিতে পারছিনা স্যার নেই। ছোট কাল থেকেই তার গানকে মনে প্রাণে ধারণ করে বড় হয়েছি। তিনি নেই বিশ্বাস করতে পারছিনা।
প্রথম জানাজা শেষে মগবাজারে কাজী অফিস গলিতে আইয়ুব বাচ্চুর গান তৈরির কারখানা ‘স্টুডিও এবি কিচেন’-এ শেষবারের মতো তার মরদেহ নিয়ে যাওয়া হয়। বিকেলে মগবাজারের কাজী অফিস গলির মসজিদের সামনে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় ও তেজগাঁওয়ের চ্যানেল আইয়ের ভবনে তৃতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ আবারো স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়। সেখান থেকে মরদেহ আজ চট্টগ্রামে নেয়া হবে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
চট্টগ্রামে মায়ের কবরের পাশে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে চিরনিদ্রায় শায়িত করা হবে। অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এলে আজ চট্টগ্রামে শনিবার আরেক দফা জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন আইয়ুব বাচ্চু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। ব্যান্ডের সঙ্গে তাঁর যাত্রা শুরু ১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে। সম্পাদনা: হুমায়ুন কবির খোকন

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩২   ৪৬৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ