শ্রীলঙ্কার গণমাধ্যম নীতিমালা মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি

Home Page » বিশ্ব » শ্রীলঙ্কার গণমাধ্যম নীতিমালা মতপ্রকাশের স্বাধীনতায় হুমকি
বৃহস্পতিবার, ২০ জুন ২০১৩



ce-lgflag.gifবঙ্গ- নিউজ ডটকমঃ শ্রীলঙ্কার প্রস্তাবিত নতুন একটি গণমাধ্যম নীতিমালার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি গতকাল বুধবার বলেছে, ওই নীতিমালার মাধ্যমে দেশটির সরকার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ পেতে পারে।এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, প্রস্তাবিত গণমাধ্যম নীতিমালা দেশটিতে গণমাধ্যমের কার্যক্রম ও ভিন্নমতের প্রকাশ নিয়ন্ত্রণের একটি অংশ। সরকারের সমালোচনা থেকে বিরত রাখতে দেশটির সাংবাদিকদের ইতিমধ্যেই বেশ চাপের মধ্যে রাখা হয়েছে। তা ছাড়া প্রস্তাবিত নতুন নীতিমালায় অস্পষ্টতা রয়েছে। এতে সাংবাদিকেরা আরও কঠোর আত্মনিয়ন্ত্রণের বাধ্যবাধকতায় পড়তে পারেন।
শ্রীলঙ্কার গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয় ‘কোড অব মিডিয়া এথিকস’ নামের ওই নীতিমালার প্রস্তাব গত সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি ইন্টারনেটকেও এর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি শ্রীলঙ্কার সরকার দেশটির গণমাধ্যমের ওপর দমন-পীড়নমূলক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। মূলত সমালোচনা বন্ধ করতেই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
প্রস্তাবিত নতুন নীতিমালায় ‘নৈতিকতা ও দেশবিরোধী’ ১৩ ধরনের বিশেষ বক্তব্য অথবা জনরুচি ও নৈতিকতার বিবেচনায় ‘নিচু মানের’ বিষয়বস্তু প্রকাশ বা প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া নির্বাহী, বিচার ও আইন বিভাগের মধ্যে সমন্বয়ের পরিপন্থী এবং বৈদেশিক নীতিমালায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে, এমন কিছু প্রকাশের ওপরও নিয়ন্ত্রণ আরোপের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৭:৫২   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ