বোলার আব্বাস লাল এর বলে ভয়ঙ্কর হয়ে উঠেছেন।

Home Page » ক্রিকেট » বোলার আব্বাস লাল এর বলে ভয়ঙ্কর হয়ে উঠেছেন।
শনিবার, ২০ অক্টোবর ২০১৮



বঙ্গ-নিউজঃ সীমিত গতি আর সুইংয়ে আব্বাস লাল বলে ভয়ঙ্কর হয়ে উঠেছেন। সংযুক্ত আরব আমিরাতে দুই টেস্টে ১৭ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে শেষ টেস্ট দুই ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। তার ওই ১০ উইকেটে দারুণ কিছু রেকর্ডের মালিক হয়ে গেছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, শতাব্দির সেরা বোলারে হয়ে গেছেন মোহাম্মদ আব্বাস।

স্পিনবান্ধব আমিরাতের পিচে এটিই কোনো পেসারের এক টেস্টে ১০ উইকেট নেওয়ার রেকর্ড। আর যে কোনো পিচেই পাকিস্তানি পেসাররা ১০ উইকেট নিলেন গোটা এক যুগ পর। ২০০৬ সালের ক্যান্ডি টেস্টে শ্রীলংকার বিপক্ষে মোহাম্মদ আসিফের ১০ উইকেটের পর এতদিন আর কেউই অমন সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।

দুই টেস্টে মোট ১৭ উইকেট নিয়েছেন তিনি ১০.৫৮ গড়ে। গত একশ’ বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পেসারের সিরিজের সেরা গড় এটি। অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ১৯৯০ সালের পর এক ম্যাচে ১০ উইকেট নেওয়া প্রথম পাকিস্তানি পেসারও আব্বাসই। এভাবে কীর্তির পাতায় নানান রেকর্ড যোগ করেছেন গত বছর অভিষিক্ত এ ডানহাতি।

আব্বাস তার ছোট্ট টেস্ট ক্যারিয়ারে ১৫.৬৪ গড়ে ৫৯ উইকেট নিয়েছেন। কম রান দিয়ে কমপক্ষে ৫০ উইকেট পাওয়া বোলারদের মধ্যে তিনি শতাব্দির সেরা। তার মতো গড়ে প্রায় ১৬ রান দিয়ে একটি করে উইকেট নেওয়া বোলার আছেন আর মাত্র পাঁচজন। আব্বাস আছেন তাদের মধ্যে চতুর্থ স্থানে। গেল একশ’ বছরে এতো কম গড়ে ৫০ উইকেট নিতে পারেননি আর কেউ।

সর্বশেষ ১৮৯৬ সালে ১০.৭৫ গড়ে ১১২ উইকেট নেওয়ার রেকর্ড আছে ইংল্যান্ডের গ্যা লোহম্যানের। তার আগে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলা ফেরিস ১৮৯২ সালে ১২.৭০ গড়ে ৬১ উইকেট নেন। ইংল্যান্ডের বারনেস ১৮৯০ সালে ১৫.৫৪ গড়ে পান ৫১ উইকেট। চারে থাকা আব্বাস ২০১৮ সালে ১৫.৬৪ গড়ে ৫৯ উইকেট নিয়েছেন। তার পরে আছেন ইংল্যান্ডের বেটস। তিনি ১৬.৪২ গড়ে পেয়েছেন ৫০ উইকেট।

আব্বাসের এমন কীর্তিতে প্রশংসায় মেতেছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররাও। কম গতি আর কম সুইংয়ের পরও এমন লক্ষ্যভেদী বল করতে পারার তথ্য সংবলিত টুইটকে রিটুইট করে জ্যাসন গিলেস্পি লেখেন, ‘চ্যালেঞ্জ দ্য স্টাম্প’। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন দু’দিন আগেই টুইট করেন, ‘আব্বাসকে বছরেরও বেশি সময় ধরে দেখার পর এ সিদ্ধান্তে এসেছি যে, ওর বিপক্ষে খেললে আমাকে প্রতি ছয় বলের মধ্যেই একবার আউট করে ফেলত।’ অস্ট্রেলিয়ার বোলিং কোচ ডেভিড স্যাকার বলেন, ‘ও খুবই নিখুঁতভাবে বল করে। প্রস্তুতি ছিল স্পিনের জন্য। চমক দিল আব্বাস।’

বাংলাদেশ সময়: ১৪:২৫:০১   ৬০১ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ